Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনেগালের বিপক্ষে ডাচদের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৬:৪৭

২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বেই জায়গা করে নিতে পারেনি নেদারল্যান্ডস। টোটাল ফুটবলের জনকরা এর আগের দুই আসরে ২০১০ সালে রানার্সআপ আর ২০১৪ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল। এরপরেই রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারার হতাশা। তবে তারপর ঘুরে দাঁড়িয়েছে ডাচরা। লুইস ভ্যান গালের অধীনে দুর্দান্ত এক দল গড়েছে তারা। এই দলের ওপর ভরসা করেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য লুইস ভ্যান গালের।

১৯৭৪, ১৯৭৮ সালে টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও যথাক্রমে পশ্চি জার্মানি আর আর্জেন্টিনার কাছে হেরে থামতে হয় ডাচদের। এরপর ২০১০ সালে স্পেনের কাছে হারে সেই রানার্সআপ। তবে সেসব এখন অতীত। রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার দুঃখ ভুলে কাতার বিশ্বকাপ মাতাতে প্রস্তুত নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

আর সেই লক্ষ্যে আফ্রিকান নেশনস কাপ জয়ী সেনেগালের বিপক্ষে সোমবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। তেরাঙ্গা সিংহদের বিপক্ষে আবার আক্রমণ ভাগের সেরা তারকা মেমফিস ডিপাইয়ের খেলা হচ্ছে না। ডাচ কোচ ভ্যান গাল তার পরেও ভরসা রাখছেন দলের ওপর। আর সেই দলের অধিনায়ক লিভারপুল তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের ওপরেই বেশি আস্থা কোচের। ‘ভার্জিল ভ্যান ডাইক দুর্দান্ত অধিনাক। এই দলটার বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেদের কাজটা করতে মুখিয়ে থাকে।’

শেষবার ব্রাজিল বিশ্বকাপে ডাচদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রবিন ভ্যান পার্সি, আরিয়েন রোবেন এবং ওয়েসলি স্নাইডারের মতো মহাতারকারা। তবে তারা এখন তুলে রেখেছেন বুট। আর জায়গা ছেড়ে দিয়েছেন ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর ম্যাথিউস ডি লিটের মতো তারকাদের। আর এই দুই সময়ের দুই দলেরই কোচ হিসেবে আছেন ভ্যান গাল। এমন কি ভ্যান পার্সি, রোবেনদের দলের চেয়েও বর্তমান দলকে এগিয়ে রাখছেন এই কোচ।

বিজ্ঞাপন

ভ্যান গাল বলেন, ‘আমার মনে হয় ২০১৪ বিশ্বকাপের দলের চেয়ে বর্তমান দলটি একটু এগিয়ে। বর্তমান দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো। তবে এটাও মাথায় রাখতে হবে টুর্নামেন্টে আমাদের চেয়ে সেরা দল কিন্তু রয়েছে।’

তবে ডাচ অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের সাবেক ক্লাব সতীর্থ সাদিও মানে ইনজুরির কারণে খেলতে পারছেন না বিশ্বকাপ। তাই তো বন্ধুর জন্য মন কাঁদছে ভ্যান ডাইকের। তিনি বলেন, ‘ওর জন্য খারাপ লাগছে। আমি জানি ও কতটা পরিশ্রম করেছে সেনেগালের জন্য। তাই ওদের জন্য বিষয়টা মেনে নেওয়া কঠিন। তবে তার না থাকায় আশা করছি আমরা কিছুটা সুবিধা পাবো।’

সারাবাংলা/এসএস

কাতার বিশ্বকাপ নেদারল্যান্ডস ফুটবল বিশ্বকাপ ২০২২ ভার্জিল ভ্যান ডাইক লুইস ভ্যান গাল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর