ইতালির রেকর্ড ছোঁয়া হলো না মেসিদের
২২ নভেম্বর ২০২২ ১৮:৪১
বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে বড় অঘটন দেখল বিশ্ব। ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছিল লিওনেল স্কোলানির দল। প্রথম ম্যাচে সি গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মেসিরা। এই ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া হতো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে সৌদি আরবের অসাধারণ পারফরম্যান্সে রেকর্ড গড়া হলো না আর্জেন্টিনার।
ম্যাচের শুরুতে পেনাল্টি গোল দিয়ে শুরু আলবিসেলেস্তেদের। তখনও মনে হয়নি এই ম্যাচে কী ভাগ্য অপেক্ষা করছে মেসিদের জন্য। ৪৫ মিনিট শেষ হওয়ার আগেই সৌদির জালে আরও তিনবার বল পাঠান লাওতারো মার্টিনেজরা। যদিও প্রত্যেকবারই অফসাইডের কারণে গোল বাতিল হয়।
বড় চমক হয়ে আসে দ্বিতীয়ার্ধ। ৪৮ মিনিটে সালেহ আল সেহরির দুর্দান্ত বাঁকানো শটে ম্যাচে সমতা আসে। পাঁচ মিনিটের ব্যবধানে ম্যাচের ৫৩তম মিনিটে দ্বিতীয় গোল করে সৌদিকে এগিয়ে নেন সালেম আল-দাওসারি। এর পরে ম্যাচে আর গোল হয়নি।
এই ম্যাচ হেরে যাওয়ায় আর্জেন্টিনার অপরাজিত থাকার দৌড় থেমে গেল। টানা ৩৭ ম্যাচে ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সুরক্ষিত থাকলো ইতালির দখলে।
সারাবাংলা/আইই
আর্জেন্টিনা বনাম সৌদি আরব কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি