লেভান্ডোফস্কির পেনাল্টি রুখে মেক্সিকোর নায়ক ওচোয়া
২৩ নভেম্বর ২০২২ ০০:০২
ম্যাচের তখন ৫৬তম মিনিট চলছে। রবার্ট লেভান্ডোফস্কিকে ডি বক্সের ভেতর ফেলে দেওয়ায় ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক নিতে আসেন পোল্যান্ডের অধিনায়ক এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রবার্ট লেভান্ডোফস্কি। তবে বিশ্বকাপের মঞ্চে বারবার পারফরম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া গুইলেরমো ওচোয়া নিজের জাত চেনালেন আরও একবার। লেভান্ডোফস্কি ডান দিকের কোনার দিকে শট করেছিলেন, আর ঠিক দিকেই লাফিয়ে পড়ে শক্ত হাতে শট রুখে দেন ওচোয়া। আর তাতেই বিশ্বকাপে নিজের প্রথম গোল পাওয়া হলো না লেভান্ডোফস্কির।
শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসটাই পুড়িয়েছে পোল্যান্ডকে। আর গোটা ম্যাচ দুর্দান্ত খেলেও গোলের দেখা না পেয়ে হতাশায় পুড়েছে মেক্সিকোও। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’তেই শেষ হয়েছে মেক্সিকো-পোল্যান্ড লড়াই।
ফুটবল সমর্থকরা মজা করে প্রায়ই বলে চার বছর পর পর মেক্সিকোর আকাশে এক তারা ওঠে। সেই তারা বিশ্বকাপ মাথায় আবার বিশ্বকাপ শেষে নিভে যায়। সমর্থকরা গুইলেরমো ওচোয়াকে সেই তারা হিসেবেই দেখে। ৩৭ বছর বয়সী ওচোয়ার ২০০৫ সালে মেক্সিকোর জার্সিতে অভিষেক হয়। এরপর থেকে পাঁচটি বিশ্বকাপ দলে ছিলেন তিনি। যদিও ২০০৬ আর ২০১০ বিশ্বকাপে কোনো ম্যাচ স্টার্ট করেননি তিনি। তবে ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে মেক্সিকোর খেলা চারটি ম্যাচেই ছিলেন তিনি। বছর ঘুরে এসেছে আরও একটি বিশ্বকাপ। ইউরোপের সেরা কোনো ক্লাবে না খেললেও তার নাম ডাক গোটা ফুটবল বিশ্বেই। মেক্সিকোর হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেই আবারও বাজিমাত ওচোয়ার।
গোটা ম্যাচজুড়ে পোল্যান্ডের ওপর ছড়ি ঘুরিয়েছে মেক্সিকো। দারুণ আক্রমণে পোল্যান্ডের রক্ষণকে রেখেছিল ব্যস্ত। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি উত্তর আমেরিকার দলটি। ম্যাচের ৬১ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নেয় মেক্সিকো যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পোল্যান্ড ৩৯ শতাংশ বল দখলে রেখে নেয় মাত্র ৬টি শট, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২৮তিম মিনিটে মেক্সিকোর গ্যালার্দো দারুণ এক শট নেন। কিন্তু তার শট লাফ দিয়ে কোনো রকমে ঠেকান পোলিশ গোলরক্ষক সেজনি। ফিরতি বল পেতে চেষ্টা চালিয়েছিলেন গ্যালার্দো কিন্তু পোলিশ ডিফেন্ডার কোনো রকমে আটকেছিলেন সে দফায়। প্রথমার্ধের শেষ দিকে এসে আরও একটি সুযোগ হাতছাড়া করে মেক্সিকো। লোজানোর বাড়ানো বল ধরে আক্রমণে যান মার্টিন, সেখান থেকে সুযোগ বুঝে সানচেজের উদ্দেশ্যে বল বাড়ান। সানচেজ বল পেয়ে ডি বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ায় এগিয়ে যাওয়া হয়নি মেক্সিকোর।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো আক্রমণে ওঠে মেক্সিকো। লোজানো কাট ইন করে পোল্যান্ডের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শট নেন। কিন্তু তার শট রুখে দেন পোলিশ গোলরক্ষক। এর মিনিট ছয়েক পরে দারুণ এক সুযোগ আসে পোল্যান্ডের সামনে। লেভান্ডোফস্কিকে ফাউল করায় পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তাতেই এগিয়ে যাওয়া হয়নি পোলিশদের।
এরপর একের পর এক আক্রমণে পোল্যান্ডের রক্ষণের ওপর চাপ দিতে থাকে মেক্সিকো। তবে পোলিশ গোলরক্ষক সেজনির দৃঢ়তায় ম্যাচে টিকে থাকে পোল্যান্ড। শেষ পর্যন্ত দুই গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোলই হয়নি। আর ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র’তে।
এই ড্র’তে কিছুটা স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা। তবে মেক্সিকো ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।
সারাবাংলা/এসএস
কাতার বিশ্বকাপ গুইলেরমো ওচোয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ মেক্সিকো বনাম পোল্যান্ড রবার্ট লেভান্ডোফস্কি