অঁরির পাশে জিরুড
২৩ নভেম্বর ২০২২ ১৪:২১
ফ্রান্সের মূল একাদশে খেলারই কথা ছিল না অলিভার জিরুডের। ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাই ছিলেন ফ্রান্সের প্রধান স্ট্রাইকার। তবে ইনজুরির কারণে বেনজেমা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় মূল একাদশে জায়গা হয় জিরুডের। আর জায়গা পেয়েই ফ্রান্সের হয়ে নিজের গোলের অর্ধশতক পূরণের পর বসলেন কিংবদন্তি থিয়েরি অঁরির পাশেও
ম্যাচের ৩২তম মিনিটে আদ্রিওঁ রাবিওর পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে অনায়াসে প্লেসিং শটে নিজের প্রথম গোলটি করেন তিনি। জাতীয় দলের হয়ে এটি তার ৫০তম গোল। এরপর ৭১তম মিনিটে কিলিয়ান এমবাপের ক্রসে হেডে দলের চতুর্থ গোলটি করেন ৩৬ বছর বয়সী ফুটবলার।
১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচে ৫১ গোল করে এতদিন ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এককভাবে ছিল অঁরির। এই কিংবদন্তির পাশে জিরুদ বসলেন ১১৫ ম্যাচ খেলে।
অস্ট্রেলিয়ার ডিফেন্ডারদের নাচিয়ে দারুণ এক বল ক্রস করেন এমবাপে। ডি বক্সে থাকা জিরুড হেড করে বল জালে জড়ান। আর তাতেই থিয়েরি অঁঁরির করা ৫১ গোলের রেকর্ডে ভাগ বসান জিরুড।
সারাবাংলা/এসএস
অলিভার জিরুড কাতার বিশ্বকাপ থিয়েরি হেনরি ফুটবল বিশ্বকাপ ২০২২