Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ড্রাফট: ঢাকায় নাসির খুলনায় সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২২ ১৪:৪১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  প্লেয়ার ড্রাফটে দল পেয়েছেন। দেরিতে দল পেয়েছেন জাতীয় দলের হয়ে সর্বশেষ এশিয়া কাপ খেলা সাব্বির রহমান। ৩৮ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার অলক কাপালিকে দলে নিয়েছে ঢাকা ডমিনেটস। খুলনা টাইগার্স দলে নিয়েছে শ্রীলংকার এশিয়া কাপ দলের অধিনায়ক দাসুন শানাকাকে।

বেশ পরে দল পেয়েছেন নাসির-সাব্বির। পঞ্চম ডাকে সাব্বির রহমানকে দলে ডেকেছে খুলনা টাইগার্স। নাসিরকে ঢাকাও নিয়েছে পঞ্চম ডাকে।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লেয়ার ড্রাফট। ড্রাফটের আগে একজন করে ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পেয়েছিলেন দলগুলো। বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও সরাসরি চুক্তির সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগে ড্রাফটের আগেই একজন দেশি এবং কয়েকজন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে দলগুলো।

বিজ্ঞাপন

আজ ড্রাফট থেকে দলের বাকি ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড পূর্ন করার চেষ্টা করছে দলগুলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রাফটের পঞ্চম সেটের দশম রাউন্ড শেষ হয়েছে। এখন পর্যন্ত ড্রাফটে দল পাননি মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল। এখন পর্যন্ত দলগুলোর যা অবস্থা-

সিলেট স্টাইকার্স :
সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা।
ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরর্জ, গুলবাদিন নায়েব, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ,

ফরচুন বরিশাল:
সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান , ইফতেখার, ওয়াসিম , ইব্রাহিদ জাদরান, করিম জানাত, ওমর কাদির, রাহকিম কর্নওয়েল, কেসরিক উইলিয়ামস, রাহামানুল্লাহ গুরবাজ।
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলী, চতুরঙ্গা ডি সিলভা, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম,

খুলনা টাইগার্স:
সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান।
ড্রাফট থেকে: মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, ভ্যান ডার ম্যাকক্রেইন, শফিকুল ইসলাম, প্রীতিম কুমার, হাবিবুর রহমান সোহান,

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
সরাসরি চুক্তিতে: আফিফ হোসেন, বিশ্ব ফার্নেন্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্পের।
ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্সয়েল প্যাট্রিক, উন্মুক্ত চাঁদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার,

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
সরাসরি চুক্তিতে: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ।
ড্রাফট থেকে: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলী অনিক, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন, সৈকত আলী, আবু হায়দার রনি, নাইম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ,

রংপুর রাইডার্স:
সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, পাথুম নিশানকা, হারিস রউফ, সিকান্দার রাজা, মোহাম্মদ নাওয়াজ, জেফ্রি ভ্যান্ডার্সি
ড্রাফট থেকে: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, হাশমতউল্লাহ উমরজাই, অ্যারেন জোনস, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু,

ঢাকা ডমিনেটর্স:
সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাওয়ারা।
ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, শান মাসুদ, আহমেদ শেহজাদ, অলক কাপালি, মুনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী,

সারাবাংলা/এসএইচএস

নাসির হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সাব্বির রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর