Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যান অব দ্য ম্যাচ কেন হলাম— প্রশ্ন ডি ব্রুইনার

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ১৩:২৩

বিশ্বকাপে এফ গ্রুপের ম্যাচে বুধবার (২৩ নভেম্বর) কানাডার বিপক্ষে মাঠে নামে গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম। ম্যাচটি দেখে মনেই হয়নি, এর আগে মাত্র একবার বিশ্বকাপে অংশ নিয়েছিল উত্তর আমেরিকার দেশ কানাডা। তাও কানাডা বিশ্বকাপ খেলেছিল ১৯৮৬ সালে ৩৬ বছর আগ। গোটা ম্যাচে বেলজিয়ামের উপর কার্যত ছড়ি ঘুরিয়েছে কানাডা। যদিও শেষ ভালো হয়নি তাদের। গোলরক্ষক থিবু কর্তোয়ার দানবীয় পারফরম্যান্সে ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জিতে নেয় বেলজিয়াম।

এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেলজিয়ামের মধ্যমাঠের কারিগর কেভিন ডি ব্রুইনা। তবে এই পুরস্কার তার নামে কেন দেওয়া হলো এটা বুঝতে পারছেন না খুদ ডি ব্রুইনা। তিনি তার সাফল্য নিয়েই প্রশ্ন তুলেছেন। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জানি না আমাকে কেন ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেওয়া হলো। আমি মনে করি না আমি একটি দুর্দান্ত ম্যাচ খেলেছি। হয়ত আমার নামের কারণেই আমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।’

কানাডার বিরুদ্ধে জয় পেলেও ডি ব্রুইনা নিজের দলকে কাঠগড়ায় দাড় করিয়েছেন। দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে ম্যানচেস্টার সিটি তারকা বলেন, ‘আমি মনে করি না আমরা দল হিসেবে যথেষ্ট ভালো খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে। আমরা সত্যিই খারাপ শুরু করেছি।’

কানাডার দারুণ খেলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘খেলার গতি কানাডার নিয়ন্ত্রণে ছিল। আমরা তাদের প্রেসিং মোকাবিলা করার কোনো উপায় খুঁজে পাইনি।’

কানাডার বিপক্ষে মূলত বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক থিবু কর্তোয়া। ম্যাচজুড়ে কানাডার অসংখ্য সম্ভাবনাময় আক্রমণ নষ্ট হয়েছে কর্তোয়ার প্রতিরোধে। প্রথম বিশ মিনিট একের পর এক আক্রমণে যখন বেলজিয়াম রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছিল আমেরিকার দলটি, তখনই পেনাল্টি পেয়ে যায় তারা। কিন্তু আলফোন্সো ডেভিসের স্পটকিক বা দিকে লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

আরও পড়ুন

বেলজিয়ামের ওপর ছড়ি ঘুরিয়েও হারল কানাডা

সারাবাংলা/আইই

কাতার বিশ্বকাপ থিবো কোর্তোয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ বেলজিয়াম বনাম কানাডা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর