Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বিশ্বকাপে গোল করার একক কৃতিত্ব রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২ ২৩:২৩

আলাদা ৫টি বিশ্বকাপে গোল করার বিরল এক কৃতিত্ব স্থাপন করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে গোল করে এমন এক মাইলফলক তৈরি করলেন রোনালদো, যা একমাত্র তিনিই স্পর্শ করেছেন। এ ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল পাওয়ায় বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো আটে।

ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে। সেসময় ২১ বছর বয়সী রোনালদো গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল পান। ওই বিশ্বকাপে এটাই তার একমাত্র গোল।

বিজ্ঞাপন

২০১০ ও ২০১৪ সালের দুই বিশ্বকাপেও রোনালদো গোল পান একটি করে। ২০১৮ সালের বিশ্বকাপে রোনালদো করেন ৪ গোল। এবার কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচেই ঘানার বিপক্ষে গোল পেলেন ৫ বারের ব্যালন ডি ওর জয়ী মহাতারকা।

উল্লেখ্য, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিও এ নিয়ে খেলেছেন ৫টি বিশ্বকাপ। তবে মেসি ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল পাননি। ফলে মেসি ৫টি বিশ্বকাপ খেললেও গোল পেয়েছেন ৪ বিশ্বকাপে। এ পর্যন্ত বিশ্বকাপে মেসি ও রোনালদোর গোল সংখ্যা সমান ৮টি করে।

সারাবাংলা/আইই

কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর