মেসিদের আটকে দিতে আত্মবিশ্বাসী ওচোয়া
২৫ নভেম্বর ২০২২ ১৭:২৮
সৌদি আরবের কাছে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে প্রথম অঘটনের জন্ম দেয় আর্জেন্টিনা। আর এই হারে পরের পর্বে খেলার সমীকরণও কিছুটা কঠিন হয়ে যায় আলবেসিলেস্তেদের। এবার দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোর মুখোমুখি লিওনেল মেসিরা। আর সৌদি আরবের মতো মেক্সিকও মেসিদের আটকে দিতে চায়। আর সেই আত্মবিশ্বাসও তাদের আছে বলে জানিয়ে দিলেন পোল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর নায়ক গুইলেরমো ওচোয়া।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসিকে প্রশংসয় ভাসিয়েছেন ওচোয়া। তবে সেই সঙ্গ জানিয়েছেন ম্যাচ জয়ের আশাবাদও। মেসির সম্পর্কে ওচোয়া বলেন, ‘মেসির মধ্যে জাদু আছে, মনে হবে সে কিছুই করছে না হুট করে সবকিছু আবার বদলে দেবে।’
আর্জেন্টিনার বিপক্ষে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসাটা মোটেও সহজ কাজ হবে না মেক্সিকোর জন্য। সেটা ভালোভাবেই জানেন ওচোয়া। তিনি বলেন, ‘এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একদম সহজ হবে না। তবে আমি কখনো বলব না এরা কঠিন তাই এদের বিপক্ষে খেলতে চাই না। আমি বরং তাদের বিপক্ষে খেলতে চাই। এবং তাদের হারাতে চাই।’
অবশ্য কেবল মেসিদের আটকে দেওয়াটাই মেক্সিকোর প্রধান লক্ষ্য হবে না। সেই সঙ্গে বিশ্বকাপে নিজেদের পরের পর্বে যাওয়ার জন্যও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে মেক্সিকানদের। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। মেক্সিকো অবশ্য গোলশূন্য ড্র করে পোল্যান্ডের বিপক্ষে। এমন ম্যাচে মেসির দিকে তাকিয়ে থাকবে আলিবিসেলেস্তেরা। ওচোয়া বলেন, ‘মেসি যদি বিশ্বসেরা নাও হয়, সে সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।’
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম মেক্সিকো কাতার বিশ্বকাপ গুইলেরমো ওচোয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি