Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকেই আমাদের বিশ্বকাপ শুরু: মেসি

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২ ১৪:৫৬

মেক্সিকোর বিপক্ষে অঘোষিত ফাইনালের আগে চিন্তায় ছিলেন সবাই। মাথার ওপর ছিল পাহাড়সম চাপ। তবে সেসব চাপ কাটিয়ে দুর্দান্ত এক জয়ে পরের পর্বে খেলার রাস্তা করে রাখল আর্জেন্টিনা। আর সেই রাস্তার রূপকার লিওনেল আন্দ্রেস মেসি। ভুলেছেন সৌদি আরবের বিপক্ষের অঘটন আর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ জানালেন মেসি।

আর্জেন্টিনাকে জয় এনে দেওয়া মেসি ম্যাচ শেষে বলেন, ‘আমরা জানতাম এই ম্যাচটিতে জয় ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আর এই ম্যাচ দিয়েই আমাদের বিশ্বকাপ শুরু হচ্ছে।’

বিজ্ঞাপন

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বেশ বিপদে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে অঘটন ঘটলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আর ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য অবস্থা বিরতিতে যায় মেক্সিকো-আর্জেন্টিনা।

আর প্রথমার্ধের দন্তহীন এমন পারফরম্যান্সের পর মেসি বলেন, ‘মেক্সিকো শক্ত প্রতিপক্ষ। আমাদের কাজটা সহজ ছিল না। প্রথমার্ধে আমরা চাপ সয়ে গেছি। দ্বিতীয়ার্ধে আমরা স্নায়ুচাপ সামলে নিয়েছি ও নিজেদের খেলাটা খেলতে পেরেছি।’

তবে দ্বিতীয়ার্ধে মেসিরা ফিরেছিল আর সেভাবেই ফিরেছিল। মেক্সিকোকে মুহুর্মুহ আক্রমণে বিপর্যস্ত করে জয় ছিনিয়ে নিয়েছিল। তবে যেসব ভুল আগে করেছে সে সব ভুল আর করা যাবে না বলে জানিয়েছেন মেসি। সেই সঙ্গে প্রথম ম্যাচের অঘটনের পরও সমর্থকদের পাশে থাকার জন্য অভিবাদন জানিয়েছেন।

মেসি বলেন, ‘এখন হাল ছেড়ে দেওয়া যাবে না। পুরো টুর্নামেন্ট এখনো সামনে। আমাদের আর ভুল করা যাবে না। আমরা জানতাম দর্শক এমনভাবেই আমাদের সমর্থন দেবে। তাদের মর্যাদা রাখতে পেরেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর