৬৮ সেকেন্ডে বিশ্বকাপে কানাডার ইতিহাসের প্রথম গোল
২৭ নভেম্বর ২০২২ ২২:২০
নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে এসেছে কানাডা। এর আগে ১৯৮৬ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো খেললেও সেবার তিন ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি কানাডা। এরপর ৩৬ বছরের অপেক্ষার পালা শেষে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় কানাডা। কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসে মাত্র ৬৮ সেকেন্ডে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোল করলেন আলফন্সো ডেভিস।
ক্রোয়েশিয়ার বিপক্ষে চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল করল কানাডা। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমের ম্যাচের ৬৮ সেকেন্ডের মাথায় গোল করেছেন আলফন্সো ডেভিস। এর আগে নেদারল্যান্ডসের কোডি গাকপো ৬ মিনিটে গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলের শীর্ষে ছিল। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটি ১৫তম দ্রুততম গোল।
নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল কানাডা। তবে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছিল তারা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে মাত্র ৬৮ সেকেন্ডেই লিড নিয়েছে তারা। তাহোন বুচম্যান ডান দিক থেকে দুর্দান্ত এক ক্রস দেন ডি বক্সের ভেতর। বাঁ দিক থেকে আক্রমণে উঠে মাথ ছুঁইয়ে দারুণ এক গোল করেন আলফোন্সো ডেভিস। আর তাতেই চলতি বিশ্বকাপের দ্রুততম গোল আর কানাডার ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোল করেন তিনি।
এর আগে ১৯৮৬ সালে বিশ্বকাপে খেলা কানাডা তিন ম্যাচে যথাক্রমে ফ্রান্সের কাছে ১-০, হাঙ্গেরির কাছে ২-০ আর সোভিয়েত ইউনিয়নের কাছে ২-০ গোলের ব্যবধানে হারে। ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো খেলতে এসে প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলের ব্যবধানে হারে কানাডা।
সারাবাংলা/এসএস
আলফোন্সো ডেভিস কাতার বিশ্বকাপ কানাডা বনাম ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপের দ্রুততম গোল