Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি মারিয়াকে নিয়ে বড় দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। কাল রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেই শঙ্কা উড়িয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। লড়াই এখন নকআউট পর্বের। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার মাঠে গড়াবে নকআউট পর্বের ম্যাচটি। তার আগে অ্যাঞ্জেলো ডি মারিয়াকে নিয়ে শঙ্কা। ঊরুর পেশিতে ব্যথা পেয়েছেন তারকা মিডফিল্ডার।

পোল্যান্ডের বিপক্ষে যতক্ষণ মাঠে ছিলেন দুর্দান্ত ফুটবল খেলেছেন ডি মারিয়া। ডানপাশ দিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন। প্রান্ত বদল করেও খেলতে দেখা গেছে ডি মারিয়াকে। ডানপাশ থেকে হঠাৎ-ই উঠে আসছিলেন বাঁপাশে। ফলে তাকে মার্ক করাও কঠিন হয়ে যাচ্ছিল প্রতিপক্ষের জন্য।

বিজ্ঞাপন

তবে ম্যাচের ৫৯ মিনিটে ডি মারিয়াকে হঠাৎ উঠিয়ে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দুর্দান্ত খেলা অবস্থায় তুলে নেওয়াতে তখনই খটকা লেগেছিল, ইনজুরি তো নয়! ম্যাচ শেষে  স্কালোনি নিজেই জানালেন, ব্যথা পেয়েছেন ডি মারিয়া।

স্কালোনি বলেন, ‘সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল তাই আমরা তাকে তুলে আনি। সবাই জানে সে গুরুত্বপূর্ণ। এমন একজনের খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়, যার আঘাত পাওয়ার শঙ্কা রয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে কি ডি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা আছে? সেই প্রশ্নের সঠিক উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে সেরে উঠতে  দুই দিন সময় পাচ্ছেন ডি মারিয়া। আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার রাতে।

সারাবাংলা/এসএইচএস

অ্যাঞ্জেল ডি মারিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর