পর্যাপ্ত বিশ্রামের সময় না পাওয়াতে ক্ষুদ্ধ স্কালোনি
১ ডিসেম্বর ২০২২ ১৮:৫৮
পোল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে গত রাতে মাঠে নামে আর্জেন্টিনা। আর দুর্দান্ত পারফর্ম করে জিতে নিয়েছে ম্যাচ, সেই সঙ্গে গ্রুপের সেরাও। এমন বাঁচামরার লড়াই জয়ের পর বিশ্রাম পাচ্ছেন না আর্জেন্টাইন খেলোয়াড়রা। মাত্র দুইদিন পরেই মাঠে নামতে হবে শেষ ষোলোর লড়াইয়ে। আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবেসিলেস্তেরা। আর বিশ্রামের সময় না পেয়েই ক্ষুদ্ধ হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আগামী শনিবার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে মেসিদের। তাই সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমার মনে হয়, দুই দিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো এবং সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না এটা। ‘
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ‘এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার হয়ে গেছে এর মধ্যেই। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। এখানকার কন্ডিশনও খুব ভালো নয়, তবে তা সবার জন্য একই। কিন্তু আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম।’
গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ গ্রুপ ‘ডি’ রানার্সআপ অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে ডেনমার্ককে হারিয়ে চমক দিয়েছে সকারুরা। নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে তারা।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২ রাউন্ড অব ১৬ লিওনেল স্কালোনি শেষ ষোলো