Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ২০:১৫

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে ভারতের ওয়ানডে দল।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ভারতীয় দলকে বহনকারী বিমানটি। মুম্বাই থেকে ভাড়া করা বিমানে ঢাকায় এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে গেছেন ভারতীয় ক্রিকেটাররা। আগামীকাল দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়বে রোহিত শর্মার দল। পরের দিন একই ভেন্যুতে সকালে অনুশীলন কোহলি-রোহিতদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৭ তারখে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরে। ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে ম্যাচটি। ১৪ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ ধুল।

টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), স্রিকার ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর। মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর