ভারত সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক লিটন
২ ডিসেম্বর ২০২২ ১৭:৪৭
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তামিমের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো লিটনকে।
শুক্রবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত পরশু প্রস্তুতি ম্যাচের ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন তামিম।
স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে বড় চোটই পেয়েছেন তিনি। বিশ্রামে থাকতে হবে দুই সপ্তাহ। তারপর এক সপ্তাহ চলবে পুনর্বাসন। সব মিলিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে মাঠে ফেরার কোনো সম্ভবনাই নেই ওয়ানডে অধিনায়কের। ফলে নতুন অধিনায়ক খুঁজতেই হতো। দুর্দান্ত ফর্মে থাকা লিটনকেই বেঁছে নিলো বিসিবি।
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আাগমী ৪ ডিসেম্বর। ৭ তারিখে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে হবে ১০ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান।
সারাবাংলা/এসএইচএস