Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকআউটের ১ম দিনে মাঠে নামছে ফেভারিট আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২২ ০৯:৩৩

শনিবার (৩ ডিসেম্বর) শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। আর শেষ ষোলোর প্রথম দিনেই মাঠে নামছে ফেভারিট আর্জেন্টিনা। যদিও তাদের আগে দিনের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আর রাত ১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৯টায় নকআউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ফেভারিট আর্জেন্টিনা।

এর আগে শুক্রবার রাতে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এবারের আসরে ৩২টি দল প্রতিদ্বদ্বিতা করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ১৬টি দল। এখন থেকে শুরু হলো বিশ্বকাপের নকআউট পর্ব। এই পর্বে কোনো দল হারলেই বাদ পড়বে বিশ্বকাপ থেকে।

এবার গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইউরোপের আটটি দল। দলগুলো হলো, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড এবং পর্তুগাল।

এবারের আসরে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কেবল ব্রাজিল এবং আর্জেন্টিনা।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপ নক আউট পর্ব নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বকাপ ২০২২ রাউন্ড অব ১৬ শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর