বাংলাদেশে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, মনে করছেন রোহিত
৩ ডিসেম্বর ২০২২ ১৮:০২
শক্তির বিচারে অনেকটা এগিয়ে থাকলেও গত কয়েক বছরে মুখোমুখি লড়াইয়ে ভারতকে নিয়মিতই ভড়কে দিয়েছে বাংলাদেশ। ভারতে সামনে পেলেই যেন জ্বলে উঠে বাংলাদেশ! গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন টাইগাররা। ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দু’দলের সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশের ভারতকে ভড়কে দেওয়ার এমন অনেক ইতিহাসই আছে। এবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মনে করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বললেন, ‘তাদের সঙ্গে প্রতিবারই আমাদের ম্যাচ খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়। এমনকি গত টি-টোয়েন্টি ম্যাচটিও অনেক কঠিন ম্যাচ ছিল। ২০১৫ সালে এখানে আমরা ওয়ানডে সিরিজ হেরেছিলাম সম্ভবত। আমরা জানি তারা গত কয়েক বছর ধরে অনেক উন্নতি করেছে। ফলে তাদের হারাতে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’
সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ-ভারত ক্রিকেট মাঠে মুখোমুখি হলেই যেন বাড়তি রোমাঞ্চের ঝাঁঝ পাওয়া যায়। রোহিত জানালেন, এই ক্রিকেট রোমাঞ্চ উপভোগ করেন তিনি নিজেও।
বলেছেন, ‘কয়েক বছর ধরেই তাদের বিপক্ষে এই প্রতিদ্বন্দ্বীতা রোমাঞ্চকর। গত সাত-আট বছরের বাংলাদেশ দল আলাদা। তারা খুবই চ্যালেঞ্জিং, সম্প্রিত আমরা তাদের বিপক্ষে সহজে জিতিনি। তাদের বিপক্ষে জিততে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’
২০০৮ সাল থেকে শুরু করে অষ্টমবারের মতো বাংলাদেশে আসলেন রোহিত। বাংলাদেশি সমর্থকদের সম্পর্কে ভালো করেই জানা থাকার কথা রোহিতের। টাইগাররা মাঠে খেললে গ্যালারীতে প্রতি ক্ষণে গলা ফাটান সমর্থকরা। এতো সমর্থকের বিপক্ষে খেলাটাকেও চ্যালেঞ্জিং মনে করছেন রোহিত।
বলেছেন, ‘হ্যাঁ, ভারত দর্শকের দিক দিয়ে চাপে থাকবে। এখানকার দর্শক ভীতিজাগানিয়া হতে পারে, তাতে সন্দেহ নেই। তারা ক্রিকেটের বিষয়ে খুবই আবেগপ্রবণ এবং দলকে সব সময়ই সমর্থন দিয়ে যায়। দলের জন্য এটা খুবই রোমাঞ্চকর।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ৪ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।
সারাবাংলা/এসএইচএস