Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের পাঁচ উইকেট, কাঁপছে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো কাঁপছে ভারত। দেড়শ পেরুতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছেন সফরকারীরা। যার মধ্যে একাই পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

বিরাট কোহলি-রোহিত শর্মাকে শুরুতেই ফিরিয়ে ভারতীয়দের লাগাম টেনে ধরেছিলেন সাকিব। পরে ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, দ্বিপক চাহারকে ফিরিয়ে ভারতের মিডল অর্ডার ভেঙে দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে ইবাদত হোসেন চৌধুরী ও মেহেদি হাসান মিরাজ তিন উইকেট তুলে নিয়ে ভারতীয়দের বড় বিপদেই ফেলেছেন।

বিজ্ঞাপন

রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কত্ব করছেন লিটন।

এখন পর্যন্ত নতুন অধিনায়কের সিদ্ধান্তটা যথার্থই প্রমাণ করছেন বোলাররা। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা সাবধানী শুরু করেছিলেন। ষষ্ঠ ওভারে শিখরকে ফেরান মিরাজ। মিরাজকে সুইপ খেলতে গিয়ে লাইন মিস করে সরাসরি বোল্ড ভারতীয় ওপেনার (১৭ বলে ৭ রান)।

দশম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে সরাসরি বোল্ড করেছেন সাকিব। চতুর্থ বলে বিরাট কোহলিকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন। ৪৯ রানে তৃতীয় উইকেট হারানো ভারতের হয়ে এরপর হাল ধরেন ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসা লোকেশ রাহুল।

প্রথম শ্রেয়াস আয়ারের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে ধস ঠেকিয়েছেন। শ্রেয়াসকে (২৪) রানে ফেরান ইবাদত। পরে ওয়াসিংটন সুন্দরকে নিয়ে এগুচ্ছিলেন রাহুল। দলীয় ১৫২ রানের মাথায় সুন্দরকে ফিরিয়ে ভারতীয়দের পথ আগলে ধরেন সাকিব। তাতেই যেন ধস নামল।

বিজ্ঞাপন

৪ রানের ব্যবধানে চার উইকেট হারায় ভারত। যার তিনটিই সাকিবের। ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৭/৮। সাকিব এখন পর্যন্ত ৮ ওভার বোলিং করে ৩০ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। ওয়ানডেতে ভারতের বিপক্ষে এই প্রথম পাঁচ উইকেট পেলেন সাকিব। লোকেশ রাহুল ৬৩ রানে অপরাজিত আছেন।

এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর