Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-ইবাদত দাপটে ১৮৬ রানেই অলআউট ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৫:১২ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১৫:২৯

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১৮৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান ও ইবাদত হোসেন।

সাকিব ৩৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পেলেন সাকিব। ৪৭ রানে চার উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। তাসকিন আহমেদের ইনজুরিতে সুযোগ পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই চমকে দিলেন ইবাদত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেছেন লোকেশ রাহুল।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে ভারতের এটা দ্বিতীয় দলীয় সর্বনিম্ন স্কোর। ২০১৫ সালে মিরপুরেই ১০৫ রানে অলআউট হয়েছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেটা তাদের দলীয় সর্বনিম্ন স্কোর।

রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কত্ব করছেন লিটন।

নতুন অধিনায়কের সিদ্ধান্তটা যথার্থই প্রমাণ করলেন বোলাররা। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা সাবধানী শুরু করেছিলেন। ষষ্ঠ ওভারে শিখরকে ফেরান মিরাজ। মিরাজকে সুইপ খেলতে গিয়ে লাইন মিস করে সরাসরি বোল্ড ভারতীয় ওপেনার (১৭ বলে ৭ রান)।

দশম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে সরাসরি বোল্ড করেছেন সাকিব। চতুর্থ বলে বিরাট কোহলিকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন। ৪৯ রানে তৃতীয় উইকেট হারানো ভারতের হয়ে এরপর হাল ধরেন ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসা লোকেশ রাহুল।

প্রথম শ্রেয়াস আয়ারের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে ধস ঠেকিয়েছেন। শ্রেয়াসকে (২৪) রানে ফেরান ইবাদত। পরে ওয়াসিংটন সুন্দরকে নিয়ে এগুচ্ছিলেন রাহুল। দলীয় ১৫২ রানের মাথায় সুন্দরকে ফিরিয়ে ভারতীয়দের পথ আগলে ধরেন সাকিব। তাতেই যেন ধস নামল।

বিজ্ঞাপন

৪ রানের ব্যবধানে চার উইকেট হারায় ভারত। যার তিনটিই সাকিবের। দলীয় ১৬৫ রানের মাথায় অষ্টম উইকেট হারায় ভারত। ভারতের লেজকে দাঁড়াতে দেননি ইবাদত হোসেন। লোকেশ রাহুলকেও ফিরিয়েছেন ইবাদতই।

৪১.২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে গেছে ভারত। লোকেশ রাহুল ৭০ বলে ৫টি চার, ৪টি ছয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন। সাকিব ১০ ওভারে ৩৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ইবাদত ৮.২ ওভারে ৪৭ রানে নিয়েছেন চার উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

সারাবাংলা/এসএইচএস

ইবাদত হোসেন বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর