১১ ম্যাচেই মেসির সমান গোল এমবাপের
৫ ডিসেম্বর ২০২২ ০০:২৩
বিশ্বকাপে লিওনেল মেসির সমান গোল এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপের। রোববার পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মাত্র দুই বিশ্বকাপ খেলে সাত বারের ব্যালন ডি অর জয়ীকে স্পর্শ করলেন এমবাপে। বিশ্বকাপে এখন এমবাপের গোল সংখ্যা ৯।
এমবাপে ৯ গোল করতে খেলেছেন মাত্র ১১টি ম্যাচ। মেসি খেলেছেন ২৩টি ম্যাচ। বিশ্বকাপে এমবাপে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন। অবশ্য চলতি বিশ্বকাপে মেসি, রোনালদো, এমবাপে তিনজনেরই গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।
পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ২৪ বছর বয়সের আগেই ৭ গোল করা পেলের রেকর্ডও ছাড়িয়ে গেলেন এমবাপে। অবশ্য, পেলে ৭ গোল পেয়েছিলেন ২১ বছর বয়সে।
গতবারের বিশ্বকাপ জয়ী এমবাপে চলতি বিশ্বকাপে এখন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে। এবার ৪ ম্যাচে এমবাপের গোল সংখ্যা ৫।
রোববার কাতারের আল থুমাম স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে থিয়েরি অঁরিকে ছাড়িয়ে যাওয়া গোলে ফ্রান্সকে প্রথমে লিড এনে দেন অলিভার জিরুড। এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে নেন কিলিয়ান এমবাপে। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন রবার্ট লেভান্ডোফস্কি। এতেই ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সারাবাংলা/আইই
অলিভার জিরুড কাতার বিশ্বকাপ কিলিয়ান এমবাপে ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্স বনাম পোল্যান্ড রাউন্ড অব ১৬ শেষ ষোল শেষ ষোলো