Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপদে আবারও হাল ধরেছেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৪:৫২

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ঢাল হয়ে দাঁড়িয়ে খাদের কিনারা থেকে টেনে তুলে বাংলাদেশকে জিতিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। দলের বিপক্ষে মিরাজ হাল ধরেছেন দ্বিতীয় ম্যাচেও। আগে ব্যাট করতে নেমে ৬৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে টানছেন মিরাজ। সঙ্গে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। দলীয় ৬৯ রানের মাথায় স্বাগতিকরা যখন ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল তখন একশ হওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। মাহমুদউল্লাহর সঙ্গে সপ্তম উইকেটে দারুণ এক জুটি গড়ে সেই শঙ্কা কাটিয়ে এগিয়ে চলছেন মিরাজ।

বিজ্ঞাপন

৪০ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৯। মিরাজ ৫৯ বলে ৫৩ রান করে অপরাজিত। মাহমুদউল্লাহ ৭৩ বলে ৫০ রান করে অপরাজিত।

দ্বিতীয় ওভারেই ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। অপর ওপেনার নতুন বলের বিপক্ষে সময় নিচ্ছিলেন। তবে সময় নিয়ে উইকেটে সেট হওয়ার পরই ফিরেছেন লাইন মিস করে বোল্ড হয়ে। মোহাম্মদ সিরাজের বলটি খুব বেশি কঠিন ছিল না। কিন্তু ২৩ বলে ৭ রান করা লিটন বড় শট খেলতে গিয়ে লাইন মিস করে সরাসরি বোল্ড হয়েছেন।

নাজমুল হোসেন শান্ত বেশ স্বচ্ছন্দে খেলছিলেন। অপর দিকে সাকিব আল হাসান উইকেটে সেট হতে সময় নিচ্ছিলেন। তবে দুজনের কেউই বড় স্কোর গড়তে পারেনি। উমরান মালিকের গতিতে সরাসরি পরাস্ত হয়ে বোল্ড নাজমুল (৩৫ বলে ২১ রান)। খানিক বাদে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে হাঁকাতে গিয়ে সাকিব আল হাসান বল বাতাসে ভাসিয়ে দেন। ফেরার আগে ২০ বলে ৮ রান করেছেন সাকিব।

বিজ্ঞাপন

সাকিব ফেরার পরের বলেই সাতে নামা আফিফও বোল্ড হলে বড় বিপদেই পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে শক্ত হাতে দলকে টেনে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছেন মাহমুদউল্লাহ, মিরাজ।

মাহমুদউল্লাহ একপ্রান্তে সাবধানে এগুনোর চেষ্টা করছেন। কিন্তু অপর প্রান্তে মিরাজ বেশ সাবলীল। আগের ম্যাচে যেখান থেকে শেষ করেছিলেন আজ যেন সেখান থেকেই শুরু করলেন! সপ্তম উইকেট জুটিতে ইতোমধ্যেই দুজন তুলেছেন ১০০ রান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ মাহমুদউল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর