বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দল থেকে হ্যাজার্ডের অবসর
৭ ডিসেম্বর ২০২২ ১৭:৪২
বিশ্বকাপের গ্রুপ পর্বে ভরাডুবির পর বেলজিয়ামের কোচ রাবার্তো মার্টিনেজ পদত্যাগ করেছিলেন। এবার দলের অন্যতম ফরওয়ার্ড এডেন হ্যাজার্ড জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবসরের খবর জানান। এক ঘোষণায় তিনি বলেন, আজ একটি পৃষ্ঠা উলটানো হলো। সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।
৩১ বছর বয়সী হ্যাজার্ড মাত্র ১৭ বছর বয়সে ২০০৮ সালে বেলজিয়ামের হয়ে প্রথম মাঠে নামেন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি বেলজিয়ামের হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ, গোল করেছেন ৩৩টি। জাতীয় দলের হয়ে হ্যাজার্ড খেলেছেন ৩টি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তিনি ৫৬টি ম্যাচে বেলজিয়ামের অধিনায়ক ছিলেন।
২০১৮ সালের বিশ্বকাপের অন্যতম পারফর্মার ছিলেন এডেন হ্যাজার্ড। ওই বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলে বেলজিয়াম। এর আগে চেলসির হয়ে দুর্দান্ত কয়েকটি মৌসুম কাটিয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর একের পর এক ইনজুরি বেশিরভাগ সময়ই মাঠের বাইরে রেখেছে হ্যাজার্ডকে।
বিশ্বকাপের পরপর রেকর্ড ট্র্যান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রায় গোটা সময়ই ইনজুরি আক্রান্ত হয়ে থাকতে হয়েছে স্কোয়াডের বাইরে। তবে বছরখানেক আগে ইনজুরিমুক্ত হলেও হ্যাজার্ডের ধার আর আগের মতো নেই। এবার বিশ্বকাপে তার দল বেলজিয়াম বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। তাই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত হ্যাজার্ডের।
সারাবাংলা/আইই/এসএস
এডেন হ্যাজার্ড কাতার বিশ্বকাপ জাতীয় দল থেকে অবসর ফুটবল বিশ্বকাপ ২০২২