Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে বাংলাদেশের ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ভারতীয় অলরাউন্ডার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১৮:১৭

চট্টগ্রাম থেকে: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের বড় স্বপ্ন। কারণ সম্ভবত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। মনে করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে অনেকদূর টেনে নেওয়া এই প্রজন্মের একটি বড় শিরোপা জয়ের এটাই শেষ সুযোগ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল সম্প্রতি দুর্দান্ত পারফর্মও করছে। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের কণ্ঠে বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গ উঠে এলো। বিশ্বকাপে দারুণ করবে বাংলাদেশ, মনে করছেন সুন্দর।

বিজ্ঞাপন

এই মুহূর্তে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে রীতিমতো অপ্রতিরোধ্য। বিশেষ করে ঘরের মাঠে।

গত ১১ ওয়ানডে সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে মাত্র দুটিতে। ২০১৬ সাল থেকে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এদিকে, আগামী বিশ্বকাপও হচ্ছে চেনা কন্ডিশনে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। কন্ডিশন বিচারে ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। ফলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হবে এমনটি মনে করছেন অনেকেই। ওয়ানিংটন সুন্দরও তাদের দলে।

পরপর দুই ওয়ানডে হারা ভারতের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেটি মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসা সুন্দরের কণ্ঠে ফুটল বাংলাদেশের প্রসংশা।

এক প্রশ্নের উত্তরে ওয়াশিংটন সুন্দর বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ, বিশেষ করে ঘরের মাঠে। রেকর্ডও তাই বলে। আমার মনে হয় তারা কেবল ইংল্যান্ডের বিপক্ষেই একটা সিরিজ হেরেছে (গত কয়েক বছরে)। তারা ঘরের মাঠে খুব খুব সফল। যারা এখানে খেলেছে তাদের বিরুদ্ধে। তারা খুব ভালো দল। আমরা আগে থেকেই জানতাম এখানে তাদের বিপক্ষে কী আসতে পারে। উমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্নও জেগে তুলেছিলেন টাইগাররা। সুন্দর সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা ভালো করেছে। তারা গত কয়েকবছর ধরে ভালো করছে। আমি নিশ্চিত তারা ভালো একটা বিশ্বকাপের (ওয়ানডে) স্বপ্ন দেখছে। তারা ভালো করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ওয়াশিংটন সুন্দর তামিম ইকবাল বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর