ব্রাজিলের হয়ে যৌথ সর্বোচ্চ গোলের মালিক নেইমার
৯ ডিসেম্বর ২০২২ ২৩:৩৭
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১০৫ মিনিটে গোল করেন নেইমার। এই গোলের মাধ্যমে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৬৭ গোলের রেকর্ড স্পর্শ করলেন নেইমার। এতদিন পেলের একার দখলে ছিল এই রেকর্ড।
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৯০ মিনিট গোলমুখে ধুকতে হয়েছে ব্রাজিলকে। একাধিক আক্রমণের পরেও ক্রোয়েশিয়ার গোলরক্ষকের দৃঢ়তায় ব্যর্থ হতে হয়েছে ব্রাজিলকে। ম্যাচের ৯০ মিনিটে দলের সেরা খেলোয়াড় নেইমারকেও চেনা ছন্দে খুব একটা দেখা যায়নি। কিন্তু গোল শূন্য ড্র নিয়ে খেলা যখন অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় তখন ক্ষিপ্র নেইমারকে দেখা যায়। খেলার ১০৫ মিনিটে গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি।
এর গোলের মাধ্যমে তিন বিশ্বকাপে নেইমারের মোট গোল হলো ৮টি। অবশ্য বিশ্বকাপে পেলের গোল সংখ্যা ১২টি। জাতীয় দলের হয়ে ৬৭ গোল করতে নেইমার ম্যাচ খেলেছেন ১২৪টি।
সারাবাংলা/আইই
কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ কোয়ার্টার ফাইনাল ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া