Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ব্যর্থতায় ব্রাজিলের কোচ তিতের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২ ০১:৫৮

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে বাদ পড়েছে ব্রাজিল। দলের এমন ব্যর্থতার পরপরই পদত্যাগ করেছেন কোচ তিতে।

কাতার বিশ্বকাপ শেষে জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন বলে বছরখানেক আগেই ঘোষণা দিয়েছিলেন তিতে। শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় তার দল। ম্যাচ শেষে তিতে জানান, এটি একটি বেদনাদায়ক পরাজয়। কিন্তু তিনি অশান্তিতে নেই। তিনি বলেন, এটি একটি চক্রের সমাপ্তি।

২০১৬ সালে নেইমারদের প্রধান কোচ হিসেবে তিতেকে নিয়োগ দিয়েছিল ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- সিবিএফ। ২০১৮ সালের বিশ্বকাপেও তিতের নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল ব্রাজিল। সে সময় বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় সেলসাওরা।

তিতের নেতৃত্বে ব্রাজিল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৮১টি। তার সময়ে ৬০ জয়, ৬ পরাজয় এবং ১৫টি ম্যাচ ড্র করে ব্রাজিল। এসময় ব্রাজিল গোল করে ১৭৪টি এবং গোল খায় ৩০টি।

তিতের নেতৃত্বে ব্রাজিল দুটি বিশ্বকাপ এবং একটি কোপা আমেরিকা ট্রফিতে বাদ পড়ে। ২০১৯ সালে ব্রাজিলের হয়ে তার কোচিং ক্যারিয়ারের একমাত্র কোপা আমেরিকা ট্রফি জেতেন তিতে।

নতুন বছর থেকেই ব্রাজিল দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। সিবিএফ-এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মানো মেনেজেস, পর্তিগিজ কোচ আবেল ফেরেইরা এবং ব্রাজিলিয়ান দরিবা জুনিয়র।

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর