Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন পরিস্থিতি এলে ফের আক্রমণাত্মকই খেলতে চান লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২২ ২১:০২

চট্টগ্রাম থেকে: ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪০৯ রানের জবাব দিতে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮২ রানেই। এতো বড় হার নিশ্চয় আক্ষেপের। তবে বাংলাদেশ যেভাবে আক্রমণাত্মক খেলে হেরেছে তাতে আপত্তি নেই অধিনায়ক লিটন কুমার দাসের।

৪০৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে হলে আক্রমণাত্মক ক্রিকেটের বিকল্প নেই এবং সেটা শুরু থেকেই। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গেলে উইকেট হারিয়ে ফেলার ঝুঁকিও বেড়ে যায়। সেই ঝুঁকিই কাবু করেছে স্বাগতিকদের। দ্রুত রান তুলতে গিয়ে পরপর উইকেট হারিয়ে ফেলে চাপের মুখে পরে বাংলাদেশ। সেই চাপেই শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৮২ রানে।

বিজ্ঞাপন

লিটন মনে করছেন, জয় ছাড়া ভিন্ন চিন্তা করার প্রশ্নই উঠে না। বাংলাদেশ যদি জয়ের চিন্তা বাদ দিয়ে বলার মতো স্কোর গড়ার চিন্তায় খেলত তাহলে সেটা করতেও পারত। তবে সেই রাস্তায় হাঁটেনি তার দল। ভবিষ্যতেও যদি এমন পরিস্থিতি আসে তবে তখনও এমন আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে বাংলাদেশ, বার্তা দিয়ে রাখলেন লিটন।

শনিবার (১০ ডিসেম্বর) তৃতীয় ওয়ানডে শেষে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘দেখুন আপনি যখন ৪০০ রান তাড়া করবেন আপনাকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই হবে। হ্যাঁ, আমরা যদি জয়ের চিন্তা না করে খেলতাম তাহলে হয়তো বেশ বড় স্কোর করতে পারতাম। উইকেটে শিশির পরেছিল, আমরা সাবধানে খেললে কিছু রান পেতাম। কিন্তু আমরা জয়ের চিন্তা করেই মাঠে নেমেছি। আর আপনি যখন আক্রমণ করবেন, কিছু সময় উইকেট চলেই যাবে। যদি জিনিসটা এমন হতো ২০ ওভারে ১২০ রানে ১ উইকেট; তখন ব্যাপারটা আলাদা হতো। এটা আমরা করতে পারিনি। পরে যদি কখনো এমন অবস্থা হয় ৩৬০-৭০ হয়, এরকম ক্রিকেটই খেলবো।’

বিজ্ঞাপন

আজ বড় ব্যবধানে হারলেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই অবশ্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। লিটন বললেন, সিরিজ জয়ের আত্মবিশ্বাস তার আগে থেকেই ছিল।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে চলতি সিরিজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন লিটন। সিরিজ জয়ের আত্মবিশ্বাসী ছিলেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘প্রথম সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলাম, ওই বিশ্বাসটা আছে। কে যেন প্রশ্ন করেছিল ট্রফি রাখতে চান কি না, আমি বলেছিলাম অবশ্যই। অধিনায়ক হিসেবে অথবা ক্রিকেটার, যখন অংশ নেবেন। এরকম বড় সিরিজ জেতার আশা করবেনই।’

সারাবাংলা/এসএইচএস

তৃতীয় ওয়ানডে বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ লিটন দাস

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর