Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করলেন কেইন

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২ ০৪:০৬

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ওয়েন রুনির সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেইন। শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পান কেইন। এর ফলে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩টি। এতদিন ৫৩ গোল নিয়ে ইংল্যান্ডের একমাত্র শীর্ষ গোল স্কোরার ছিলেন ওয়েন রুনি।

২৯ বছর বয়সী হ্যারি কেইন ফ্রান্সের বিপক্ষে আরও একটি পেনাল্টির সুযোগ পান। তবে স্পট-কিক মিস করেন তিনি। এতে এ ম্যাচেই ওয়েন রুনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় স্পার স্ট্রাইকারের।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের হয়ে ৫৩ গোল করতে ওয়েন রুনি খেলেছিলেন ১২৫টি ম্যাচ। তবে কেইনের ৫৩ গোল এসেছে অবিশ্বাস্য দ্রুততায়। হ্যারি কেইন মাত্র ৮০ ম্যাচে সর্বোচ্চ ইংলিশ স্কোরার হয়েছেন।

ইংল্যান্ড জাতীয় দলে হ্যারি কেইনের অভিষেক ২০১৫ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে। ওই ম্যাচে মাত্র ৭৯ সেকেন্ডে তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল পান কেইন।

রেকর্ড গড়লেও ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ভুলে যেতে চাইবেন কেইন। ম্যাচের ৮৪তম মিনিটে যখন ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে, ঠিক সেই মুহূর্তেই পেনাল্টি পায়  ইংলিশরা। গোল করতে পারলে ম্যাচে সমতায় ফিরত ইংলিশরা। তবে দ্বিতীয়বার স্পট কিক নিতে এসে গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন কেইন। আর তাতেই সমতায় ফেরা হয়নি ইংলিশদের। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে বিদায় নিতে হয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। অন্যদিকে ফ্রান্স দুর্দান্ত জয়ে টিকিট কাটে সেমিফাইনালের।

সারাবাংলা/আইই

ইংল্যান্ড বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ফুটবল বিশ্বকাপ ২০২২ সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর