Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে যেভাবে আটকাতে চান তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ২২:২৬

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের জন্য কি কঠিন সময় অপেক্ষা করছে? সম্ভবত হ্যাঁ। চট্টগ্রামের পিচ এমনিতেই ব্যাটিং সহায়ক, বোলারদের জন্য তেমন কোনো সুবিধা থাকে না। তার ওপর প্রতিপক্ষ আবার ভারত। যাদের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা।

ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের ব্যাটিং বিভাগ কী করতে পারে সেটা দুদিন আগেও প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪০৯ রান তুলেছিল ভারত। টেস্টেও নিশ্চয় রান বন্যা তুলতে চাইবেন ভারতীয়রা। কিভাবে সামলাবে বাংলাদেশ? তাসকিন আহমেদ বললেন, ধৈর্য ধরে নিজেদের সেরা বোলিংটা করে যেতে চায় বাংলাদেশ। এবং অপেক্ষা করতে চায় প্রতিপক্ষের ভুল করার।

ওয়ানডে সিরিজ শেষে এক দিনের বিশ্রাম শেষে আজ সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  পুরোদমে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনের আগে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে এসেছিলেন পেসার তাসকিন আহমেদ।

লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রিশাভ পন্ত, শ্রেয়াস আয়ার, রবিচন্দ্রন অশ্বিনদের দিয়ে গড়া ভারতের শক্ত ব্যাটিং লাইনআপক কিভাবে আটকাবে বাংলাদেশ? এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘টপ অব অফ ধৈর্য নিয়ে যদি বল করতে পারি (ভালো কিছু হবে)। ভাল উইকেটে দেখা যাবে আমরা যদি উইকেট পেতে বেশি জোরাজুরি করতে যাই রান হবে। ওরা ভালো খেলোয়াড়। আমরা যদি জায়গা নিয়ে বল করি। নতুন বলে আর্লি একটু স্যুইং করার চেষ্টা, পুরান বলে রিভার্স স্যুইং। ওদেরও ধৈর্যচ্যুতির চেষ্টা করতে হবে। এটা তো কোন সন্দেহই নাই ওদের পরিসংখ্যান অনেক ভাল। বিশ্বে ওরা অনেক বড় খেলোয়াড়। আমাদেরকে ধৈর্য রাখতে হবে। বিশেষ করে বোলিং বিভাগকে। ধারাবাহিক থাকতে হবে, ওদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। যদি বলি ছিঁড়ে ফেলব ভাই, ফাটায়ে ফেলব এটা ভুল কথা হবে।’

নিজেদের কাজটা ঠিকঠাক করার বিষয়ে মনোযোগ তাসকিনের। বললেন, ‘মৌলিক জিনিসটা ঠিক রাখতে হবে। যেহেতু তেমন কিছু থাকবে না (উইকেটে)। সেক্ষেত্রে শৃঙ্খলা মেনে বোলিং জরুরি। পুরান বলে রিভার্স স্যুইংয়ের চেষ্টা করে যেতে হবে। আমরা ডিসিপ্লিন আর ধৈর্য নিয়ে বল করলে ভালো করার সম্ভাবনা আসতে পারে।’

১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ-ভারত।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর