Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-আলভারেজের দুই গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২ ০১:৫১

লুসাইল আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে ফেভারিট ব্রাজিলকে হারিয়ে সেমিতে ওঠে ক্রোয়াটরা। আর আর্জেন্টিনা হারায় নেদারল্যান্ডসকে। সেমিফাইনালের এই লড়াইয়ে ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে লিওনেল মেসির এক গোল আর আলভারেজের করা দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

ম্যাচের তখন ৩১তম মিনিটের খেলা চলছে। মধ্যমাঠ থেকে এনজো ফার্নান্দেজের পাওয়া দারুণ এক থ্রু বলে প্রতি আক্রমণে ওঠেন হুলিয়ান আলভারেজ। বল নিয়ে ক্রোয়েশিয়ার ডি বক্সে ঢুকে শট নেওয়ার আগে গোলরক্ষক লিভাকোভিচের ধাক্কায় পড়ে যান তিনি। আর তাতেই রেফারি লেভাকোভিচকে হলুদ কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশিও বাজান। এরপর স্পটকিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। আর আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

এর মাত্র মিনিট পাঁচেক পর ডি বক্সের সামনে থেকে বল পেয়ে প্রতি আক্রমণে ওঠে আর্জেন্টিনা। মধ্যমাঠ থেকে ক্রোয়াট খেলোয়াড়দের ড্রিবল করে বেরিয়ে ডি বক্সে ঢুকে পড়েন আলভারেজ। আর এরপর লিভাকোভিচের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দুর্দান্ত এক গোল করেন আলভারেজ। আর তাতেই আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে যায়।

১৪তম মিনিটে এনজো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে এগিয়ে যান মেসি। ডি বক্সের ভেতর দারুণভাবে বল জিতে নেন গাভারডিওল। মেসি পেনাল্টি দাবি করলেও রেফারি জানিয়ে দেন বল স্পষ্টভাবে জিতে নিয়েছেন গাভারডিওল।

এরপর দারুণ এক আক্রমণ সাজায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে লুকা মদ্রিচ এগিয়ে গিয়ে জুরানোভিচকে পাস দেন। এরপর জুরানোভিচ ক্রস করলে সেই ক্রস কর্নারের বিনিময়ে ফেরায় আর্জেন্টিনার রক্ষণ। অবশ্য কর্নার থেকেও কিছু করতে পারেনি ক্রোয়াটরা।

২৫তম মিনিটে এসে টাগলিয়াফিকো বাঁ দিক থেকে দারুণ এক আক্রমণ করেন। ক্রসও বাড়ান দারুণ একটি তবে ডি বক্সের ভেতর কেউ না থাকায় বিপদ বাড়েনি ক্রোয়েশিয়ার।

এরপর ম্যাচের ৩২ আর ৪০তম মিনিটে মেসি ও আলভারেজের দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লিওনেল মেসি লুকা মদ্রিচ সেমিফাইনাল

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর