জাকিরের অভিষেক, জয় বাদ
১৪ ডিসেম্বর ২০২২ ০৯:২৩
চট্টগ্রাম থেকে: ইনজুরিতে ছিটকে পড়া তামিম ইকবালের জায়গায় তরুণ জাকির হাসানের অভিষেকের আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হিসেবে চট্টগ্রাম টেস্টে অভিষেক হচ্ছে জাকিরের। তবে বাদ পরেছেন অপর তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মিডল অর্ডারে শক্তি বাড়িয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ওপেনার জয়কে বসিয়ে একাদশে ডাকা হয়েছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে।
গতকাল বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য ওপেনিংয়ে জাকিরের অভিষেক এবং তার সঙ্গে মাহমুদুল হাসান জয়ের থাকার আভাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কোচের আভাসের বাস্তবায়ন দেখা গেল না। অভিষিক্ত জাকিরের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামবেন নাজমুল হোসেন শান্ত।
চোটের কারণে টেস্টের এক নম্বর পেসার তাসকিন আহমেদ খেলবেন না সেটা আগে থেকেই জানা ছিল। তার অনুপস্থিতিতে পেস আক্রমণে আছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা জাকির তারপর ছিলেন অনেকটা আলোচনার বাইরে। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন দুর্দান্ত। এ বছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান করেছেন। বিসিএলে ৯৯ গড়ে করেন ৩৯৬ রান। গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেছেন ৬৩৬।
তাছাড়া কদিন আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে কক্সবাজারে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। পুরো ১০ ঘণ্টা উইকেটে কাটিয়েছিলেন জাকির। এমন পারফরম্যান্সের পর ২৪ বছর বয়সী তরুণ সুযোগের দাবিদার ছিলেন। তামিম ইকবালের ইনজুরিতে সুযোগটা পেয়েও গেলেন জাকির। এবার কাজে লাগানোর পালা।
পাঁজরের চোটের কারণে গতকাল হাসপাতালে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। চোট যে বড় নয় সেটা কালই জানা গিয়েছিল। আজ সাকিবকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বি, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রিশভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
সারাবাংলা/এসএইচএস