Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাচ মিসের হতাশার পর শেষ বিকেলের স্বস্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে আগে বোলিং করতে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ভারতীয়রা স্বচ্ছেন্দে ছিলেন না পুরো ইনিংস জুড়েই। তবে এর পুরো ফয়দা নিতে পারেনি বাংলাদেশ। গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা। অবশ্য শেষ বিকেলে দুই উইকেট তুলে নিয়ে সেই ক্ষতে হালকা প্রোলেপ দিতে পেরেছে বাংলাদেশ।

৬ উইকেটে ২৭৮ রান তুলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত। দিনের শেষ বলে উইকেট হারানো ভারতের হয়ে ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আয়ার। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম তিনটি ও মেহেদি হাসান মিরাজ দুটি উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত ১৬ রানে ব্যাটিংয়ের সময় চেতেশ্বর পুজারার ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। পুজারা শেষ পর্যন্ত আউট হয়েছেন ৯০ রান করে। ৮২ রানে অপরাজিত থেকে দিন শেষ করা শ্রেয়াস আয়ারকে দুবার সুযোগ পেয়েও আউট করতে পারেনি বাংলাদেশ।

ব্যক্তিগত ৩০ রানের মাথায় শ্রেয়াসকে প্রথম ‘জীবন’ দিয়েছিলেন নুরুল হাসান সোহান। সাকিবের বলে উইকেটের পেছনে শ্রেয়াসের ক্যাচ নিতে পারেননি সোহান। ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগত ৬৭ রানের মাথায়ও ক্যাচ তুলেছিলেন। সীমানার কাছে সহজ সেই ক্যাচ নিতে পারেননি ইবাদত হোসেন। ক্যাচগুলো নিতে পারলে নিশ্চয় আরও এগিয়ে থেকে দিন শেষ করতে পারত বাংলাদেশ। অবশ্য পিছিয়ে আছে দিন শেষে এটা বলার সুযোগও নেই।

বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাটিং নেওয়ারই কথা। তবে পাটা উইকেটেই ঝলক দেখিছেন বাংলাদেশি স্পিনাররা।

বিজ্ঞাপন

ইনিংসের ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণ আনে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান নিজেই আসেন বোলিং করতে। এতো আগে কেন স্পিন আক্রমণ আনা হলো তার প্রমাণ পাওয়া গেছে কিছুক্ষণ পরই। ইনিংসের ১৪তম ওভারে ভারতের তরুণ ওপেনার শুভমান গিলকে ফেরান তাইজুল ইসলাম। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা বলটি প্যাডেল সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি গিল। টপঅ্যাজ হয়ে বল বাতাসে ভাসে। প্রথম স্লিপ থেকে ইয়াসির আলির সেই ক্যাচ লুফে নিতে বেগ পেতে হয়নি।

খানিক বাদে খালেদ আহমেদের লেংথ বলে ইনসাইড অ্যাজ হয়ে বোল্ড লোকেশ রাহুল। রাহুল ৫৪ বলে ২২ রান করে ফেরার পরপরই বড় উল্লাসটা করেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের জোরের ওপর করা বলটি বিরাট কোহলির ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। মিডল স্ট্যাম্পে থাকায় আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। কোহলি চেতেশ্বর পুজারার সঙ্গে পরামর্শ করে অবশ্য রিভিউ নিলেন। তবে তাতে লাভ হয়নি। ৫ বলে ১ রান করে আউট ভারতের সেরা ব্যাটার।

দিনের প্রথম সেশনের বাকি সময়টা  রিশভ পন্তের। পাঁচে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নেন পন্ত। দলীয় ১১২ রানের মাথায় ৪৫ বলে  ৪টি চার ২টি ছয়ে ৪৬ রান করা পন্তকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তারপর বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া আর হতাশা বৃদ্ধি। দ্বিতীয় সেশনে পুজারা, শ্রেয়াসের ক্যাচ ছেড়েছেন সোহান। তৃতীয় সেশনে এসে শ্রেয়াসের দ্বিতীয় ক্যাচটি ছাড়েন ইবাদত হোসেন চৌধুরী। শেষ বিকেলে ফের বেঁচেছেন শ্রেয়াস। ইবাদতের বল তার উইকেটে হিট করলেও বেল পরেনি। উইকেট বঞ্চিত হয়েছে বাংলাদেশ।

অবশ্য শেষ বিকেলে এসব হতাশা কিছুটা কমেছে। দিনের খেলা শেষ হওয়ার খানিক আগে তাইজুল ইসলামের লেংথ বলে সরাসরি বোল্ড হয়েছেন পুজারা। ফেরার আগে ২০৩ বলে ১১টি চারের সাহায্যে ৯০ রান করেছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট।

দিনের শেষ বলে অক্ষর প্যাটেলকে তুলে নেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের অফ স্ট্যাম্পে পরে ভেতরে ঢোকা ডেলিভারিটি সালাতে পারেননি অক্ষর। ব্যাটের ফাঁক গলে আঘাত হানে প্যাডে। আউটের সংকেত দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অক্ষর।

তাইজুল ৩০ ওভার বোলিং করে ৮৪ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। মিরাজ ১৮ ওভারে ৭১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বাকি উইকেটটি নেওয়া খালেদ আহমেদ ১২ ওভারে দিয়েছেন ২৬ রান।

সারাবাংলা/এসএইচএস

চট্টগ্রাম টেস্ট তাইজুল ইসলাম বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ শ্রেয়াস আয়ার সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর