Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা বিরতির আগে বিপদে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১৪:৫০

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য হয়েছিল দুর্দান্ত। আগের দিন ৮২ রান করে অপরাজিত থাকা ভারতের একামাত্র স্বীকৃত ব্যাটার শ্রেয়াস আয়ারকে দিনের শুরুতেই ফিরিয়েছিল বাংলাদেশ। তবে তারপরের বিষয়গুলো প্রত্যাশিত হলো না। লোয়ার অর্ডারের প্রতিরোধে ভারতের স্কোর চারশ পেরিয়ে গেছে। পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে টপাটপ দুই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দলীয় ৫ রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২ উইকেটে ৩৭ রান তুলে চা বিরতিতে গেছে বাংলাদেশ। দ্রুত দুই উইকেট হারানোর পর চার নম্বরে ব্যাট করতে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নেন লিটন দাস। চা বিরতির আগে ২৬ বলে ২৪ রান তোলেন লিটন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বাইরের বল খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং অর্ডার উন্নতি করে তিনে নামা ইয়াসির আলি রাব্বি করতে পেরেছেন মাত্র ৪ রান।

উমেশ যাদবের বল স্ট্যাম্পে টেনে এনে সরাসরি বোল্ড চট্টগ্রামের তরুণ ক্রিকেটার। অপর প্রান্তে অভিষিক্ত জাকির হাসান অবিচলই আছেন। লিটন দাস চারে নেমে দ্রুত রান তুলতে চেয়েছেন।

এর আগে দিনের শুরুতে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব ভুগিয়েছেন বাংলাদেশকে। শ্রেয়াস আয়ার ভারতের ইনিংসের ২৯৩ রানে আউট হওয়ার পর ভারতের আর কোন স্বীকৃত ব্যাটার অপরাজিত ছিলেন না। তবুও ৪০৪ রানে গিয়ে থেমেছে ভারত। তাতে বড় অবদান অশ্বিন-যাদবের।

অষ্টম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন ভারতের দুই স্পিনার। উইকেটে বল নিচু হচ্ছিল, স্পিনাররা টার্নও পাচ্ছিলেন। সেসবকে উপেক্ষা করে ২০০ বল খেলে অষ্টম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন দুজন। ৩৮৫ রানের মাথায় ১১৩ বল দুটি করে চার ছয়ে ৫৮ রান করা অশ্বিনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এই জুটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। খানিক বাদে কুলদ্বীপ যাদবকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। ১১৫ বল খেলে ৫টি চারের সাহায্যে ৪০ রান করেছেন যাদব।

বিজ্ঞাপন

শেষ জুটিতে দুই ছক্কা হাঁকিয়ে উমেশ যাদব ১০ বলে ১৫ রান করলে চারশর ওপারে গিয়েছে ভারত। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তাইজুল ১৩৩ রান খরচ করেছেন, মিরাজ ১১২। বাকি দুটি উইকেট ইবাদত আহমেদ ও ইবাদত হোসেনের।

এর আগে গতকাল ৬ উইকেটে ২৭৮ রান তুলেছিল ভারত। ৪৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলা দলটির হয়ে হাল ধরেছিলেন চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আয়ার। পুজারা শেষ পর্যন্ত আউট হয়েছিলেন ৯০ রানে।

সারাবাংলা/এসএইচএস

ইয়াসির আলী রাব্বি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর