Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ফাইনালে লাতিন-ইউরোপ লড়াই

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪৪

শেষবার ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে লাতিনদের হারিয়ে শিরোপা নিয়ে ফেরে ইউরোপীয়রা। সেবার আর্জেন্টিনাকে হারায় জার্মানি। তবে দুই মহাদেশের লড়াইয়ে লাতিনরা ঢের এগিয়ে। বিশ্বকাপের ফাইনালে এ পর্যন্ত মোট ১০বার মুখোমুখি লড়াই করেছে লাতিন ও ইউরোপ। যার মধ্যে সাতবারই শিরোপা ঘরে তুলেছে লাতিনরা। বিপরীতে ইউরোপের জয় মাত্র তিনটিতে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে এই দুই মহাদেশের মধ্যকার ১১তম ফাইনাল। এবার কি লাতিনদের আরও একবার এগিয়ে যাওয়া নাকি ইউরোপের ব্যবধান কমানো?

বিজ্ঞাপন

লাতিন ইউরোপের মোট ১০বার দেখার মধ্যে ছয়বারই ফাইনালে খেলেছে ব্রাজিল। যার মধ্যে ব্রাজিল পাঁচবার শিরোপা ঘরে তুলেছে আর হেরেছিল একটিতে। অন্যদিকে আর্জেন্টিনা মোট চারবার বিশ্বকাপের ফাইনালে ইউরোপীয়দের বিপক্ষে খেলেছে। যার মধ্যে দুটিতে জিতেছে আর্জেন্টিনা আর হেরেছে বাকি দুটিতে। এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ইউরোপীয়দের বিপক্ষে লড়বে আলবেসিলেস্তেরা।

১৯৫৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে লড়াই হয়ে লাতিন-ইউরোপের। সেবার সুইডেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৬২ সালে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে আবারও শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ১৯৭০ সালে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ জেতে ব্রাজিল। ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে আর্জেন্টিনা জার্মানিকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে। এরপর ১৯৯০ সালে এসে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো লাতিন ইউরোপ লড়াইয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব নিয়ে আসে জার্মানি। ১৯৯৪ সালে ইতালিকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে আবারও ইউরোপের কাছে পরাজিত হয় লাতিন। সেবার ব্রাজিলকে হারায় ফ্রান্স। পরের বছর অবশ্য শোধ তোলে লাতিন। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে আবারও শিরোপা জেতে ব্রাজিল। এর ১২ বছর পর ব্রাজিল বিশ্বকাপে লাতিন-ইউরোপ ফাইনালের লড়াই। এবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে জার্মানি। আর ইউরোপ-লাতিন লড়াইয়ের ব্যবধান দাঁড়ায় লাতিনদের পক্ষে সাত জয় আর ইউরোপের পক্ষে তিন জয়।

এবার ২০২২ সালে আবারও বিশ্বকাপের ফাইনালে লাতিন-ইউরোপ লড়াই। এবার আর্জেন্টিনা ও ফ্রান্সের লড়াই। এবার দেখার পালা লাতিন আরও এক ধাপ এগিয়ে যায় নাকি ইউরোপ সেই ব্যবধান কমায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ফাইনাল লাতিন বনাম ইউরোপ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর