Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটা টেস্ট ম্যাচ, টি-টোয়েন্টি নয়— লিটনকে বলেছিলেন সিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১৯:০৯

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে বাংলাদেশের ১৪তম ওভারের ঘটনা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের করা ওভারের প্রথম বলটা ব্যাটে লাগাতে পারলেন না লিটন দাস। সিরাজকে দেখা গেল লিটনের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে। লিটনও কয়েক পা এগিয়ে এসে জবাব দিলেন। পরে লিটনকে শান্ত করতে আম্পায়ারকে এগিয়ে আসতে দেখা গেল। সিরাজের পরের বলেই সরাসরি বোল্ড লিটন। কী এমন বলেছিলেন সিরাজ?

টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সিরাজ ভারতের পক্ষে সংবাদ সম্মেলনে এলে উঠল সেই প্রসঙ্গ। ভারতীয় পেসার বললেন, ‘তেমন কিছু না’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের ৪০৪ রানের জবাব দিতে নেমে মাত্র ৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তারপর লিটন দাস চার নম্বরে ব্যাটিং করতে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নেন।

ইনিংসের দশম ওভারে উমেশ যাদবকে পরপর তিন চার হাঁকান লিটন। চা বিরতির আগে ২৬ বল খেলে তুলে ফেলেন ২৪ রান। চা বিরতি শেষেও চালিয়ে খেলছিলেন লিটন। সেটা নিয়েই নাকি লিটনকে হালকা খোঁচা দিতে চেয়েছিলেন সিরাজ!

১৪তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলের পর লিটনকে কী বলেছিলেন? দিনের খেলা শেষে এমন প্রশ্নে সিরাজ বললেন, ‘না তেমন কিছু না। আমি তাকে গিয়ে বলেছিলাম, এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট নয়। এটা টেস্ট ক্রিকেট। সো সাবধানে খেলো…(হাসি)।’ জবাবে লিটন কী বলেছিলেন সেটা অবশ্য বললেন না সিরাজ।

পরের বলেই লিটনের স্ট্যাম্প ভেঙেছেন ভারতীয় পেসার। নিচু হয়ে ভেতরে ঢোকা বলে বোল্ড লিটন। শেষ পর্যন্ত ফিরেছেন ৩০ বলে ২৪ রান করে। সিরাজের সেই খোঁচাতেই লিটনের মনযোগ নষ্ট হয়েছিল কিনা কে জানে!

বিজ্ঞাপন

ভারতের ৪০৪ রানের জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩৩ রান তুলে আজ দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ হাতে দুই উইকেট নিয়ে এখনো ২৭১ রানে পিছিয়ে স্বাগতিকরা।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ মোহাম্মদ সিরাজ লিটন দাস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর