চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেই ২৫৪ রানের লিড পেয়েছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে ভারতীয়রা। পরে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ১৫০ রানেই। ২৫৪ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসেও এগুচ্ছে দারুণ ভাবে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৪০ রান তুলে তৃতীয় দিনের চা বিরতিতে গেছেন সফরকারীরা। অর্থাৎ ইতোমধ্যেই ৩৯৪ রানের লিড পেয়েছে ভারত।
লিডটা নিশ্চয় বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যেতে চাইবে ভারত। হাতে এখনো নয় উইকেট থাকায় সেই সুযোগও আছে। চার বিরতির সময় ভারতের পক্ষে শুভমান গিল ৮০ রানে অপরাজিত। তার সঙ্গে ৩৩ রানে অপরাজিত চেতেশ্বর পুজারা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সকাল বাংলাদেশের বাকি দুই উইকেট তুলে নিয়েছে ভারত। ১৩৩ রানে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৫০ রানে।
ফলোঅন না করে পরে ব্যাটিং করতে নেমে ধীরে এগুতে চেয়েছে ভারত। বাংলাদেশি স্পিনারদের বল বেশ ভালোই টার্ন করছিল। তাই ঝুঁকি না নিয়ে সাবধানে এগিয়েছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল।
খালেদ আহমেদকে টেনে খেলতে গিয়ে দলীয় ৭০ রানের মাথায় ব্যক্তিগত ৬২ বলে ২৩ রানে ফিরেন লোকেশ রাহুল। তারপর দিনের বাকি সময়ে আর উইকেট পায়নি বাংলাদেশ। তিনে নেমে বাংলাদেশি বোলারদের তেমন কোনো সুযোগই দেননি চেতেশ্বর পুজারা।
শুভমান গিলও সেট হওয়ার পর দাপুটে ব্যাটিং করছেন। চা বিরতির আগে ১২০ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৮০ রানে অপরাজিত গিল। পুজারা ৫৫ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রানে অপরাজিত।