জোড়া সেঞ্চুরিতে ভারতের লিডের পাহাড়
১৬ ডিসেম্বর ২০২২ ১৬:০৭
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসেই ২৫৪ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুই সেঞ্চুরিতে লিডটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে গেল ভারত। শুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে টার্গেট ৫১২ রানের।
এর অর্ধেক রান তাড়া করেও জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ঘটনা।
বাংলাদেশের সামনে ড্রয়ের পথটাও কঠিন। ড্র করতে হলে প্রায় সাত সেশন ব্যাটিং করতে হবে। প্রথম ইনিংসে ৫৫.৫ ওভারেই গুটিয়ে যাওয়া বাংলাদেশের জন্য এটা সাঁতরে সাগর পারি দেওয়ার মতোই কঠিন!
শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫৪ রানে এগিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংস শুরু করেছিল সাবধানে। বাংলাদেশি স্পিনারদের বল বেশ ভালোই টার্ন করছিল। তাই ঝুঁকি না নিয়ে সাবধানে এগিয়েছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল। দুজন ওপেনিং জুটিতে তোলেন ৭০ রান। ৬২ বলে ২৩ রানে লোকে রাহুল ফিরলে ওপেনিং জুটি ভাঙে।
তারপর বাংলাদেশি বোলারদের খুব একটা সুযোগ দেননি শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন দুজন। দুজনই অবশ্য শুরুর দিকে সাবধানে এগিয়েছেন। তবে উইকেটে সেট হওয়ার পর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন দুজনই।
দলীয় ১৮৩ রানের মাথায় ১৫২ বলে ১০টি চার ৩টি ছয়ে ১১০ রান করা গিল মেহেদি হাসান মিরাজের বলে ফিরে যান। ১৩০ বলে ১৩টি চারের সাহায্যে ১০২ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চেতেশ্বর পুজারা। পুজারার সেঞ্চুরির পূর্ণ হওয়ার পরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। বিরাট কোহলি তখন ২৯ বলে ১৯ রানে অপরাজিত।
সারাবাংলা/এসএইচএস