তৃতীয় দিন শেষে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
১৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়ে আগেই বিপদে পরেছিল বাংলাদেশ। সেই বিপদ পরে আরও বাড়ল। দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে লিডের পাহাড় গড়েছে ভারত। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে ৫১২ রানের টার্গেট দাঁড় করিয়েছে ভারত। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৪২ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করল বাংলাদেশ।
অর্থাৎ ম্যাচ জিততে হলে করতে হবে আরও ৪৭১ রান। ড্র করতে হলেও ব্যাট করতে হবে পাক্কা ছয় সেশন। প্রথম ইনিংসে ৫৫.৫ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যাওয়া বাংলাদেশের জন্য সেটা সাঁতরে সাগর পারি দেওয়ার মতোই কঠিন বটে!
শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ বিকেলে উইকেট তুলে নিতে আক্রমণাত্মক ফিল্ড সেটআপ করে বোলিং করে গেছে ভারত। তবে বাংলাদেশের দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসান ভারতের আগ্রাসন সয়ে গেছেন দারুণভাবে।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় শান্ত ৪২ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন। ৩০ বলে ১৭ রানে অপরাজিত জাকির। দুজনেই চার মেরেছেন তিনটি করে।
দিনে এর আগের সময়টা বাংলাদেশের জন্য ছিল শুধুই হতাশার। ৮ উইকেটে ১৩৩ রানে আজ তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ বেশিদূর এগুতে পারেননি। গুটিয়ে যায় ১৫০ রানেই। তাতে প্রথম ইনিংসেই ২৫৪ রানের লিড পায় ভারত। বাংলাদেশকে ফলোঅন না করে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং করতে নামে ভারত। তাতে শুভমন গিল ও চেতেশ্বর পুজারা সেঞ্চুরি তুলে নিলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে ৫১২ রানের টার্গেট দাঁড় করায় ভারত।
ভারতের দ্বিতীয় দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল সাবধানী। বাংলাদেশি স্পিনাররা টার্ন পাচ্ছিলেন। ফলে ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল দেখেশুনে এগুতে চেয়েছেন। রাহুল ৬২ বলে ২৩ রান করে ফিরলে দুজনের ৭০ রানের জুটি ভাঙে।
এরপর বাংলাদেশি বোলারদের আর সুযোগ দেননি শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। গিল ১৫২ বল খেলে ১০টি চার ৩টি ছয়ে ১১০ রান করে আউট হয়েছেন দলীয় ১৮৩ রানের মাথায়। পরে পুজারা সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরই ইনিংস ঘোষণা করে ভারত। ১৩০ বলে ১৩টি চারে ১০২ রানে অপরাজিত ছিলেন পুজারা। ২ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত।
সারাবাংলা/এসএইচএস