ম্যারাডোনা-দুঙ্গাদের ছাড়িয়ে যেতে পারবেন লরিস?
১৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫৭
২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয় করা ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হুগো লরিস। চার বছর পর কাতার বিশ্বকাপেও তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ফ্রান্স। এবার তার সামনে হাতছানি নতুন এক ইতিহাস গড়ার। রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয় হবে লরিসের। এই রেকর্ড গড়ার সবচেয়ে কাছে পৌঁছেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আর ব্রাজিলের কিংবদন্তি দুঙ্গা।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। পরের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল আর্জেন্টিনা তবে সেবার জার্মানির কাছে হেরে যায় আলবেসিলেস্তেরা। আর তাতেই ম্যারাডোনার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা হয়নি। ১৯৯৪ সালে ব্রাজিলকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দেন দুঙ্গা। আর পরের বছর ১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল সেলেকাওরা। তবে ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় সেলেকাওদের। আর তাতেই দুঙ্গার অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরা হয়নি।
এবার এই তালিকায় নাম ফ্রান্সের হুগো লরিসের। লরিসের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২২- তিনটি বিশ্বকাপে মাঠে নেমেছে লেজ ব্লুজরা। লরিসের নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রোববার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে নামছে ফ্রান্স। টানা দুই ফাইনালে অধিনায়কদের ব্যর্থতার গল্পটা বদলানোর চ্যালেঞ্জ থাকছে লরিসের সামনে। তবে নকআউট পর্বে অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্স আশা দেখাচ্ছে ফ্রান্সকে। গ্রুপ পর্বে খেলা প্রতি ম্যাচেই গোল হজম করছিলেন লরিস। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ইংলিশ সংবাদমাধ্যমগুলো তো এই টটেনহাম গোলরক্ষককে বিদ্রুপ করে বলেছিল, ফ্রান্সের সবচেয়ে বড় দুর্বলতা লরিসই। মুখে কিছু না বললেও নিজের জবাবটা মাঠেই দিয়েছিলেন লরিস।
রোববারের ফাইনালে মাঠে নামলেই ফাইনালে জার্মানির ম্যানুয়েল নয়্যারকে ছাড়িয়ে গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৯ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন লরিস। আর এর আগে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েন লরিস। এবার তার চোখ থাকবে বিশ্বকাপের শিরোপার দিকে আর সবাইকে ছাড়িয়ে যাওয়ার দিকেই।
সারাবাংলা/এসএস
আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস