Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ যত রেকর্ড গড়তে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২ ১৩:৪০

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলই দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন।

বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই কয়েকটি রেকর্ডের মালিক হবেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। থাকবে আরও কিছু রেকর্ড ভাঙা-গড়ার সুযোগ।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন সাতবারের ব্যালন ডি অর জয়ীর দখলে। চলতি বিশ্বকাপ শুরুর আগে মেসির গোল সংখ্যা ছিল সাত। এবার ফাইনালের আগে ছয় ম্যাচ খেলে মেসি করেছেন পাঁচটি গোল। আর্জেন্টিনার কিংবদন্তী স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১১ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে মেসির এখন ১২ গোল।

এই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই অবশ্য মেসি আরেকটি দারুণ রেকর্ডে ভাগ বসিয়েছেন। পাঁচটি বিশ্বকাপ খেলা হাতেগোনা কয়েকজন খেলোয়াড়ের এলিট ক্লাবে ঢুকেছেন তিনি। ২০০৬ থেকে ২০২২ টানা পাঁচটি বিশ্বকাপেই মেসি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ আসরে এসিস্টের রেকর্ডও মেসির। অবশ্য পাঁচ বিশ্বকাপে গোল করার একমাত্র রেকর্ডটি ক্রিস্টিয়ানো রোনালদোর।

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলে জার্মান কিংবদন্তী লুথার ম্যাথিউসের পাশে বসেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলার রেকর্ড ছিল ম্যাথিউসের দখলে। এবার ফাইনাল ম্যাচে মাঠে নামলেই ২৬ ম্যাচ নিয়ে মেসির একার হয়ে যাবে এ রেকর্ড।

বিজ্ঞাপন

বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ড ইতালির পাওলো মালদিনির। কিংবদন্তী ইতালিয়ান এই ডিফেন্ডার বিশ্বকাপে খেলেছেন দুই হাজার ২১৭ মিনিট। এ পর্যন্ত মেসির খেলা হয়েছে দুই হাজার ১৯৪ মিনিট। ফাইনাল ম্যাচে মাত্র ২৪ মিনিট মাঠে থাকলে বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড গড়বেন মেসি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৭ ম্যাচ জয় জার্মানির মিরোস্লাভ ক্লোসার। মেসি এ পর্যন্ত জিতেছেন ১৬টি ম্যাচ। ফ্রান্সকে ফাইনালে টাইব্রেকার ছাড়া হারাতে পারলে মিরোস্লাভ ক্লোসার সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করবেন মেসি।

বিশ্বকাপ ফাইনালে গোল করলে নতুন একটি রেকর্ড গড়া হবে মেসির। বিশ্বকাপের নকআউট পর্বের প্রতিটি ম্যাচে এর আগে কেউ গোল করেনি। এবার শেষ ষোলো থেকে সেমি ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে গোল আছে মেসির। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল পেলে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচে গোল করার রেকর্ড গড়বেন মেসি।

সারাবাংলা/আইই

আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ ফাইনাল ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর