Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে মাঠে নেমেই মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২ ২১:০৮

বিশ্বকাপের চূড়ান্ত দ্বৈরথে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনাল ম্যাচটি খেলতে নেমে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের একার করে নিলেন সাতবারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি। বিশ্বকাপে ২৬টি ম্যাচে মাঠে নেমেছেন মেসি। এতদিন এ রেকর্ড ছিল জার্মান কিংবদন্তী লুথার ম্যাথিউসের।

বিশ্বকাপে ২৬ ম্যাচে মেসি গোল করেছেন ১১টি, ৯টি এসিস্টও রয়েছে তার। ফাইনাল ম্যাচে গোল বা এসিস্ট করলে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০ গোলে অবদান রাখা হবে মেসির।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন সাতবারের ব্যালন ডি অর জয়ীর দখলে। চলতি বিশ্বকাপ শুরুর আগে মেসির গোল সংখ্যা ছিল সাত। এবার ফাইনালের আগে ছয় ম্যাচ খেলে মেসি করেছেন পাঁচটি গোল। আর্জেন্টিনার কিংবদন্তী স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১১ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে মেসির এখন ১২ গোল।

সারাবাংলা/আইই

আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপ ফাইনাল ফুটবল বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর