Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা টেস্টে আগে ব্যাটিং করে ৩৫০ রান তুলতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৬

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রান তুলতে পেরেছিল বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ৩২৪। চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট ব্যাটিংয়ে জন্য বরাবরই কঠিন। স্পিনাররা বাড়তি সুবিধা পান মিরপুরের পিচে। উইকেটে বাউন্স উঠা-নামা করে। এই উইকেটে আগে ব্যাটিং করে সাড়ে তিনশর বেশি রান তোলার টার্গেট বাংলাদেশের।

রাত পোহালেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে নামবে বাংলাদেশ। আজ বুধবার (২১ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ৩৫০ রানের কথা বললেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ কোচ বলেন, ‘টস জিতলে আশা করি ব্যাট করা হবে শুরুতে। ৩৫০ বা ৩৮০ রান যথেষ্ট হতে পারে এখানে। আমি জানি প্রথম ইনিংসের রানটা এখানে কত মূল্যবান। পিচ দেখে শুষ্ক মনে হচ্ছে, কাজেই প্রথম ইনিংস থেকে সুবিধা তুলে নিতে হবে।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার জাকির হাসান। অভিষেক টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেছেন জাকির। সাকিব আল হাসান শেষ দিকে ৮৪ রান করেছেন। মিরপুরে জাকিরের ব্যাটিংকে ফলো করতে চায় বাংলাদেশ।

ডোনাল্ড বলেছেন, ‘(চট্টগ্রাম টেস্টে) দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আমাদের জন্য ব্লুপ্রিন্ট। তরুণ ছেলেটা সবাইকে চমকে দিয়েছে। জাকিরকে (হাসান) প্রথমবার আমি দেখি এই টেস্টে। তার মনোভাব আমার ভালো লেগেছে। দৃঢ়তা ছিল এবং আগ্রাসী মানসিকতা দেখিয়েছে। সে দেখিয়েছে কীভাবে সেরা বোলারদের খেলতে হয়। সে দলের মধ্যে সতেজ হাওয়া বয়ে নিয়ে এসেছে। নিজের উপর আস্থা ছিল তার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর