মিরপুরে যত বেশি রান করতে চায় ভারত
২১ ডিসেম্বর ২০২২ ১৬:১৫
টেস্টে মিরপুরের উইকেট বরাবরই ব্যাটিংয়ের জন্য কঠিন। বাউন্স উঠা-নামা করে। স্পিনাররা পান বাড়তি টার্ন। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ভারতের টার্গেট, যত বেশি সম্ভব রান তোলা।
চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। কাল মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ বুধবার (২১ ডিসেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
মিরপুরে কতো রান তুলতে চায় ভারত, এমন প্রশ্নে ভারতীয় কোচ বলেন, ‘আমি এটার উত্তর দিতে পারবো না। নির্ভর করছে কেমন উইকেট পাই। আমার দেখিনি, উইকেটে এখনও অনেক ঘাস আছে। যেখানেই খেলা হোক, যত বেশি সম্ভব রান করতে চাই। আমি এটা সংখ্যায় বলতে পারবো না (কত করবো)। যদি আগে ব্যাট করি, বড় রান করতে চাই। এরপর দেখা যাক কী হয়।’
এমন উইকেটে কীভাবে খেলতে হবে সেভাবে নিজেদের প্রস্তুত করেছেন ভারতীয় ব্যাটাররা, জানালেন বিক্রম রাঠোর। বলেছেন, ‘যখন আপনি উপমহাদেশে খেলবেন, টার্ন করবে এমন প্রত্যাশাই করবেন। এরপর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো, সেখানেও এমন উইকেটই থাকার কথা। আমাদের জন্য ভালো অনুশীলন, ভারতের ব্যাটারদের জন্যও প্রস্তুতি হচ্ছে ঠিকঠাক। টেকনিক্যালি বিশেষ কিছুর ব্যাপারে আমরা কথা বলেনি। ভালো ক্রিকেট খেলার দিকে তাকিয়ে আছি। ব্যাটারদের খুঁজে বের করতে হবে এখানে তারা কী ধরনের শট খেলবে।’
চট্টগ্রাম টেস্টে ভারত প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল। ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে পড়েছিল ব্যাটিং ব্যর্থতায়। মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল। তবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে দুর্দান্ত। জাকির হাসানের ১০০ ও সাকিব আল হাসানের ৮৪ রানের ইনিংসের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ৩২৪ রান তোলে স্বাগতিকরা।
ঢাকা টেস্ট বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে প্রত্যাশা ভারতীয় ব্যাটিং কোচের। বিক্রম রাঠোর বলেন, ‘তারা (বাংলাদেশ) ভালো বোলিং অ্যাটাক, কোনো সন্দেহ নাই। খুব ভালো ম্যাচ হয়েছে শেষটি। আমাদের ব্যাটাররা যেভাবে রান করছে, তাতে আত্মবিশ্বাসী। এটা ভালো টেস্ট হবে কোনো সন্দেহ নাই। দুই পক্ষ থেকেই ভালো ক্রিকেট আশা করছি।’
সারাবাংলা/এসএইচএস