শেষ বিকেলের হতাশায় পিছিয়ে থেকে বাংলাদেশের দিন শেষ
২২ ডিসেম্বর ২০২২ ১৬:৫৫
ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ বিকেলটা বাংলাদেশের জন্য কাটল হতাশার। মাত্র ১৪ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ২২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। পরে ভারত ব্যাটিং করতে নামলে উইকেট পেতে পেতে পায়নি বাংলাদেশ। শেষ বিকেলে ৮ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ১৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে ভারত।
অর্থাৎ দশ উইকেট হাতে রেখে ২০৮ রানে পিছিয়ে ভারত। দিন শেষে ভারতের পক্ষে ১৪ রানে অপরাজিত শুভমান গিল। তার সঙ্গে ৩ রানে দিন শেষ করেছেন লোকেশ রাহুল।
রাহুল ফিরতে পারতেন দিনের শেষ ওভারে। সাকিব আল হাসানের করা ওভারের প্রথম বলটা সুইং করে রাহুলের ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে আঘাত হেনেছিল। সাকিবের জোড়ালো আবদেন আম্পায়ার আউটও দিয়েছিলেন। কিন্তু পরে রাহুল রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করত। সাকিবের বিপক্ষে শেষ বিকেলে ভুগেছেন ভারতের দুই ওপেনারই।
অপর প্রান্ত থেকে বোলিং করা তাসকিন আহমেদও ভুগিয়েছেন ভারতের দুই ওপেনারকে। শুভমান গিলের বিপক্ষে একবার কট বিহাইন্ডের রিভিউও নিয়েছিল বাংলাদেশ। তবে পরে দেখা যায় বল ব্যাটে লাগেনি। বেঁচে যান গিল। উইকেট বঞ্চিত হওয়ার খানিক আগেই মাত্র ১৪ রানে নিজেদের পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এমন হতাশার বিকেল নিশ্চয় চায়নি স্বাগতিকরা!
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আগের দিন বাংলাদেশের বোলিং কোচ অ্যালন ডোনাল্ড বলেছিলেন, আগে ব্যাটিং করলে সাড়ে তিনশর বেশি রান তুলতে চায় বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো না।
শুরুর ঘণ্টাটা বেশ ভালো ভাবেই কাটিয়ে দিয়ে দুই তরুণ ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত দুজনের ফিরেছেন দলীয় ৩৯ রানের মাথায়। জয়দেব উনাদকাটের লাফিয়ে উঠা বল সামলাতে না পেরে তরুণ জাকির ক্যাচ দিয়েছেন চতুর্থ স্লিপে। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে এলবিডব্লিউ হয়েছেন শান্ত। প্রথম সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের প্রথম বলেই বাজে এক শটে উইকেট বিলিয়ে দিয়ে আসেন সাকিব আল হাসান। উমেশ যাদবকে জায়গায় দাঁড়িয়ে তুলে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন অধিনায়ক (১৬)। তারপর ইনিংসের সেরা ৪৮ রানের জুটি হয়েছে মুশফিকুর রহিম আর মুমিনুল হকের মধ্যে।
দারুণ খেলতে থাকা মুশফিক উনাদকাটের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৬ বলে ২৬ রান করে। পাঁচ নম্বরে নেমে লিটন দাস অনেকটা ওয়ানডে গতিতে রান তুলতে চেয়েছেন। ২৬ বলে ২টি চার ১টি ছয়ে ২৫ রান করা লিটন এক আলসে শটে ক্যাচ তুলে দেন। দলীয় রান তখন ১৭২। তারপর থেকেই অনেকটা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটারের মধ্যে শুধু মেহেদি হাসান মিরাজ (১৫) দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। দলীয় ২২৭ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন মুমিনুল। রবিচন্দ্রন অশ্বিনের টার্ন করা বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু লাফিয়ে উঠে মুমিনুলের গ্লাফসে চুমু দিয়ে বলে যায় উইকেটরক্ষকের কাছে।
ফেরার আগে ১৫৭ বল খেলে ৮৪ রান করা মুমিনুল চার মেরেছেন ১২টি, ছক্কা ১টি। ২২৭ রানের মাথায়ই বাংলাদেশের দশম ব্যাটার খালেদ আহমেদ আউট হয়েছেন বড় শট খেলতে গিয়ে।
ভারতের পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ১৫ ওভারে ২৫ রান খরচায় চার উইকেট নিয়েছেন যাদব। ২১.১ ওভার বোলিং করে ৭১ রানে চার উইকেট নিয়েছেন অশ্বিন। বাকি দুই উইকেট উনাদকাটের।
সারাবাংলা/এসএইচএস