Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর স্টেডিয়ামেও মেসিদের বিশ্বকাপ জয়ের উদযাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১৭:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৮:০৮

বিশ্বজয়ের আনন্দে ভাসছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে লাতিন দেশটি। গত রোববার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে স্বপ্নের শিরোপা জেতার পর থেকেই উল্লাসে মাতোয়ারা আর্জেন্টাইনরা। উৎসব চলছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা ফুটবল ও লিওনেল মেসির সর্থকদের মধ্যেও। বিশ্বকাপের শুরু থেকেই নজড় কেড়েছেন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। যার নজির মিলল মিরপুর স্টেডিয়ামেও।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। টেস্টের প্রথম দিনে স্টেডিয়ামের গ্যালারীতে আর্জেন্টিনার বিশ্বজয়ের আনন্দ উদযাপন করতে দেখা গেল।

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) পক্ষ থেকে এই উদযাপন করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডে লম্বা এক ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন বিসিএসএ’র সদস্যরা। লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও বিশ্বকাপ ট্রফির ছবি সম্বলিত ব্যানারে লেখা ‘অভিনন্দন আর্জেন্টিনা’। আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের নিশানা ‘থ্রি-স্টার’ খোদাই করা ব্যানারে।

লিওনেল মেসি ও আর্জেন্টিনার নাম ধরে স্লোগান দিতেও দেখা গেছে তাদেরকে। ক্রিকেট মাঠে ফুটবল বিশ্বকাপ জয়ের উদযাপনের এই দৃশ্য আলাদাভাবে নজর কেড়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপের শুরু থেকেই আলোচনা হচ্ছে বাংলাদেশের আর্জেন্টািইন সমর্থকদের নিয়ে। লিওনেল মেসিরা যখন মাঠে বল পায়ে লড়তে নামেন এদেশের পাড়ার মোড়ে, শহরের বিভিন্ন স্থানে বড় পর্দার সামনে উল্লাসে মেতে উঠেন বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশি সমর্থকদের খবর পৌঁছে যায় আর্জেন্টিনাতেও।

আর্জেন্টিনার গণমাধ্যমে ফলাও করে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসের খবর প্রকাশ হয়েছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ দেওয়া হয় বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের। ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পরও অভিনন্দন এসেছিল আর্জেন্টিনা থেকে।

বিশ্বকাপ ফাইনাল শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনা দলকে বিশ্বজয়ের অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন। চিঠির জবাবে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী বাংলাদেশের সমর্থক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আর্জেন্টিনা টপ নিউজ বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ লিওনেল মেসি

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর