Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে ডমিঙ্গো অধ্যায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ১২:৩২

জোড়ালো গুঞ্জন চলছিল কদিন ধরেই। গুঞ্জন সত্য হতে সময় বেশি লাগল না। বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকান কেচ রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ডমিঙ্গো।

ভারত সিরিজের পর ডমিঙ্গোকে সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকান কোচের কানে সেই বার্তা পৌঁছেও দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে পদত্যাগের পথ বেঁছে নিলেন ডমিঙ্গো।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বিসিবির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

কদিন আগে জালাল ইউনুস জানিয়েছিলেন, দলের ওপর প্রভাব বিস্তার করতে পারে এমন কোচ প্রয়োজন তাদের। শুধু ছোট দলগুলোর বিপক্ষে জয় নিয়েই খুশি নয়, এখন নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে জয়ের মতো দল গড়া বিসিবির লক্ষ্য। সে অনুযায়ী কোচ প্রয়োজন তাদের।

তখনই বুঝা যাচ্ছিল, ডমিঙ্গোকে এবার সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ভাবেই নিয়েছে বিসিবি। সেই অনুমানই সত্য হলো।

২০১৯ সালের আগস্টে বাংলাদেশের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডমিঙ্গো। চুক্তি বাড়িয়ে তার নতুন চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। নানান সিদ্ধান্তে বিতর্কিত কোচ সে পর্যন্ত আর যেতে পারলেন না।

এরই মধ্যে নতুন কোচ খোঁজার কাজটা অনেকদূর এগিয়েছে বিসিবি। মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজে নতুন কোচের অধিনে খেলবে বাংলাদেশ। শোনা যাচ্ছে, পুরনো কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও কথা বলছে বিসিবি।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর