Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে লাখো মানুষ

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৩ ০৮:৩২

যেখান থেকে পেলের কিংবদন্তি হয়ে ওঠা সেই সান্তোসের মাঠে শেষবারের মতো নিয়ে আসা হয়েছে ফুটবলের রাজা পেলেকে। আর তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ভীড় জমেছে সান্তোসের স্টেডিয়ামে।

ক্যান্সারের সঙ্গে লম্বা সময়ের লড়াইয়ের পর গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা ইতিহাসের একমাত্র ফুটবলার পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সোমবার ভোরে তার কফিন আনা হয় সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

ব্রাজিলের স্থানীয় সময় সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টার জন্য রাখা হবে স্টেডিয়ামে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কফিন থাকবে পেলের প্রিয় মাঠে। এরপর সান্তোসের রাস্তায় হবে শেষ যাত্রা। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে একুমেনিকাল নেক্রপলিস মেমোরিয়ালে।

পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে তার পরিবারের সবার সঙ্গে উপস্থিত হয়েছে গোটা বিশ্বের নামীদামী সকল তারকা খেলোয়াড়। আছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও।

সারাবাংলা/এসএস

টপ নিউজ পেলে শেষ শ্রদ্ধা সান্তোস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর