হারের পর অজুহাত নয়, নিজেদেরই দুষছেন রিয়াল কোচ
৮ জানুয়ারি ২০২৩ ১৩:৫২
২০২৩ সালে এটি রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ ছিল না। এর আগে কোপা দেল রে’তে জয় দিয়ে বছর শুরু করে রিয়াল। তবে বছরের প্রথম স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামে কার্লো আনচেলোত্তির দল। আর বছরের প্রথম ম্যাচেই ২-১ গোলের ব্যবধানে হেরেছে স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত রিয়ালের বিপক্ষে গেলেও হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাচ্ছেন না আনচেলোত্তি। উল্টো দলের বাজে পারফরম্যান্সকেই দুষছেন তিনি।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ২-১ গোলে ম্যাচ হারে শিরোপা প্রত্যাশী দলটি। বিরতির পর ইরেমি পিনোর গোলে গিয়ে যায় ভিয়ারিয়াল। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম বেনজেমা। তিন মিনিট পরই হতাশায় পুড়তে হয় রিয়ালকে।
নিজেদের বক্সে বল দখলের লড়াইয়ে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান আলাবা। এসময় বল লাগে তার হাতে। রেফারি বাজান পেনাল্টি বাঁশি। এই সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে আপত্তি জানান খেলোয়াড়রা।
ম্যাচ পরবর্তীতে রিয়াল কোচ আনচেলোত্তি বলেন, ‘ফুটবল এখন অনেক ভিন্ন। হ্যান্ডবলের ব্যাপারে পরিষ্কার আইন আছে। শরীর থেকে হাত দূরে থাকা অবস্থায় বল লাগলে পেনাল্টি হবে। ম্যাচের দুটি পেনাল্টি সিদ্ধান্তই ঠিক ছিল। ভক্তরা এইরকম পেনাল্টি দেখতে চায় না। যদিও রেফারিদের তো এই আইন প্রয়োগ করতেই হবে।’
সেই সঙ্গে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেও ভুলেননি রিয়াল কোচ। গোটা ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ভিয়ারিয়ালের প্রশংসায় আনচেলোত্তি বলেন, ‘ভিয়ারিয়াল আমাদের চেয়ে ভালো খেলেছে। জেতাটা তাদের প্রাপ্য ছিল। আমরা ভালো খেলতে পারিনি, রক্ষণ পোক্ত ছিল না।’
২০১৭ সালের পর ভিয়ারিয়ালের মাঠে জয়ের দেখা নেই রিয়াল মাদ্রিদের।
সারাবাংলা/এসএস
কার্লো আনচেলোত্তি ভিয়ারিয়াল বনাম রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ রিয়ালের হার