পর্তুগালের দায়িত্বে বেলজিয়ামের সাবেক কোচ মার্টিনেজ
৯ জানুয়ারি ২০২৩ ১৮:৪৬
বেলজিয়ামের সোনালী প্রজন্ম নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল পেরোতে পারেননি রবার্তো মার্টিনেজ। ২০১৮ সালে এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনদের নিয়ে গড়া দুর্দান্ত এক দল সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল বেলজিয়াম। তবে ২০২২ সালে এসে ভরাডুবি হয় বেলজিয়ামের। এরপরেই বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব ছাড়েন তিনি। অন্যদিকে দুর্দান্ত এক দল নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করে পর্তুগাল। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় তারা। এরপরেই ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছাড়েন ফার্নান্দো সান্তোস। এবার পর্তুগালের সোনালী প্রজন্মের দায়িত্ব গ্রহণ করলেন রবার্তো মার্টিনেজ।
সোমবার (৯ জানুয়ারি) পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) রবার্তো মার্টিনেজকে পর্তুগালের কোচ হিসেবে ঘোষণা দেয়।
এফপিএফ সভাপতি ফার্নান্দো গোমেজ বলেন, ‘আমি রবার্তো মার্টিনেজকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি অনেক উৎফুল্লতার সঙ্গে আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। আমাদের জাতীয় দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সময়।
রবার্তো মার্টিনেজের জায়গায় অবশ্য প্রথমে নাম শোনা যাচ্ছিল স্পেশাল ওয়ান জোসে মরিনহোর। কিন্তু শেষ পর্যন্ত এ এস রোমার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তা আর হয়নি। মার্টিনেজের সামনে স্পেন, ইংল্যান্ড ও পর্তুগিজ ক্লাবের দায়িত্ব নেওয়ারও প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত তিনি যদি পর্তুগালের দায়িত্ব গ্রহণ করে দলটিকে ২০২৪ ইউরো ও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন। কাজ করার জন্য মার্টিনেজ পাবেন ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিও, জোয়াও ফেলিক্স, বেনার্ড সিলভা, ডিয়াগো জোটাদের মতো খেলোয়াড়।
সারাবাংলা/এসএস