ফিফার বর্ষসেরা মনোনয়নে সেরা ১৪তে নেই রোনালদো
১৩ জানুয়ারি ২০২৩ ১১:৪৬
২০২২ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য ১৪ ফুটবলারের তালিকা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম নেই। স্বাভাবিকভাবেই বিশ্বকাপজয়ী লিওনেল মেসির নাম আছে। কিলিয়ান এমবাপ্পে, নেইমার, করিম বেনজেমারা আছেন তালিকায়।
২০২১-২২ মৌসুম ও কাতার বিশ্বকাপ পর্যন্ত সময়ের পারফরম্যান্স হিসেবে ধরে এই ১৪ জনকে বেছে নেওয়া হয়েছে। ফিফা বেস্ট হওয়ার দৌড়ে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিরই এগিয়ে থাকছেন।
মনোনয়নে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে পিএসজি থেকে। মেসি, নেইমার, এমবাপ্পের সঙ্গে পিএসজির আশরাফ হাকিমিও আছেন তালিকায়। রিয়াল মাদ্রিদ থেকে মনোনয়ন পেয়েছেন তিনজন- লুকা মদরিচ, ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা প্রিমিয়ার লিগের ফুটবলার হুলিয়ান আলভারেজও আছেন তালিকায়। প্রিমিয়ার লিগের কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও মোহাম্মদ সালাহর নামও আছে মনোনয়নে। সঙ্গে পাঁচ কোচকেও মনোনিত করা হয়েছে।
ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত হবে। ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট দেওয়া যাবে।
মনোনয়ন পাওয়া ১৪ ফুটবলার:
হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভানডভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, নেইমার, মোহাম্মদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র
মনোনয়ন পাওয়া পাঁচ কোচ:
কার্লো আনচেলত্তি, দিদিয়ের দেশম, পেপ গার্দিওলা, ওয়ালিদ রেগরাগুই ও লিওনেল স্কালোনি।
সারাবাংলা/এসএইচএস