Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালকে গুঁড়িয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩ ০৮:১৭

সময়টা ভালো কাটছিল না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর অবশ্য লা লিগার শীর্ষস্থান পোক্ত করে রেখেছে কাতালান ক্লাবটি। আর জাভি হার্নান্দেজের অধীনে দুর্দান্ত বার্সেলোনার সামনে ছিল প্রথম শিরোপা জয়ের হাতছানি। আর স্প্যানিশ সুপার কাপের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ ছিল প্রতিপক্ষ। তবে ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাত্তায় দিল না বার্সা। গাভি, লেভান্ডোফস্কি আর পেদ্রির গোলে রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

স্প্যানিশ সুপার কাপের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনার এটি ১৪তম শিরোপা। তবে চার দলের নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রতিযোগিতাটি প্রথম জিতল তারা।

ম্যাচের আধা ঘণ্টা পেরোতেই বল জালে জড়ায় বার্সেলোনা। নিজেদের সীমানায় সতীর্থ কামাভিঙ্গাকে দুর্বল পাস দিয়ে প্রথম ভুলটা করেন অ্যান্তোনিও রুডিগার, তরুণ ফরাসি মিডফিল্ডারও পারেননি যথেষ্ট ক্ষিপ্রতার পরিচয় দিতে। হারিয়ে ফেলেন বল। সতীর্থের পা ঘুরে লেভান্ডোফস্কি বাড়ান বক্সে এবং বল ধরে নিখুঁত শটে কোর্তোয়াকে পরাস্ত করেন গাভি।

৪৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। মাঝমাঠ থেকে ফ্রেংকি ডি ইয়ং অসাধারণ থ্রু পাসে সুর বেঁধে দেন আর বল ধরে দারুণ গতিতে বক্সে ঢুকে পড়েন গাভি। এরপর সুযোগ বুঝে ডান দিকে বাড়ান পাস, ফাঁকায় বল পেয়ে আলতো শটে ঠিকানা খুঁজে নেন লেভা।

বার্সেলোনার দুর্দান্ত ফুটবলের সামনে দাঁড়াতেই পারছিল না রিয়াল। প্রথমার্ধে তাই ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ করে অল হোয়াইটসরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও সুবিধা করতে পারেনি কার্লো আনচেলোত্তির দল।

রিয়াল তৃতীয় গোলটিও হজম করে নিজেদের সীমানায় বল হারিয়ে। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বাঁ দিকে গাভিকে পাস দেন লেভান্ডোফস্কি। আর তরুণ সতীর্থের পাস অন্যপাশে পেয়ে অনায়াসে জালে পাঠান পেদ্রি।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি রিয়ালের। তবে ম্যাচের শেষ দিকে এসে করিম বেনজেমা গোল করলে কেবল ব্যবধানই কমে রিয়ালের। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আর সেই সঙ্গে জাভি হার্নান্দেজের অধীনে মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সেলোনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা স্প্যানিশ সুপার কাও স্প্যানিশ সুপার কাপ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর