Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজি বধের পর শ্রীলংকাকেও হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৭:২৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৯:০২

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ রীতিমতো অপ্রতিরোধ্য। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেট উড়িয়ে দেওয়া বাংলাদেশি মেয়েরা আজ শ্রীলংকাকেও হারিয়ে দিয়েছে। বড় স্কোরের ম্যাচে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

আগে ব্যাটিং করে ওপেনার আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তারের দুর্দান্ত দুটি ফিফটিতে ১৬৫ রান তোলে বাংলাদেশ। পরে শ্রীলংকার ইনিংস থেমেছে ১৫৫ রানে। দুই জয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে সবার ওপরে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশের ১৬৫ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও পরে ভয়ই ধরিয়ে দিয়েছিল শ্রীলংকা। লংকানদের দুই ওপেনারের একজনও দুই অঙ্কের কোটা পেরুতে পারেনি। তবে তিনে নামা অধিনায়ক বিশমি গুনারত্নে ও চারে নামা দেউমী বিহঙ্গ পরে ম্যাচের গল্পটা প্রায় পাল্টে দিচ্ছিলেন।

তৃতীয় উইকেট জুটিতে ৯৬ রান তোলেন দুজন। দুজনের জুটি শেষ দিকে যেভাবে জমে উঠেছিল মনে হচ্ছিল বড় রান করেও বুঝি হার নিয়ে মাঠ ছাড়তে হবে বাংলাদেশকে! শেষ পর্যন্ত মারুফা আক্তার সেটা হতে দেননি। দলীয় ১২০ রানের মাথায় দেউরী বিহঙ্গকে ফেরান মারুফা। তারপর আর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি লংকানরা।

ফেরার আগে দেউরী বিহঙ্গ ৪৪ বলে ৭টি চার ২টি ছয়ে ৫৫ রান করেন। অধিনায়ক বিশমি গুনারত্নে ৫৪ বলে ৮টি চার ১টি ছয়ে ৬০ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমেছে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে ১৯ রানে দুই উইকেট নিয়েছেন মারুফা আক্তার।

এর আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের হয়ে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ওপেনার আফিয়া প্রত্যাশা। অপর ওপেনার মিস্টি সাহা কিছুটা রয়েসয়ে খেললেও অন্যপ্রান্তে স্কোকের ফুলঝুড়ি ছুটান প্রত্যাশা। ১২তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ৪৩ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৩ রান করেন তিনি। অপর ওপেনার মিস্টি সাহা খানিক বাদে ফিরেছেন ২৪ বলে ১৪ রান করে।

বিজ্ঞাপন

এরপর আর উইকেট হারায়নি বাংলাদেশ অনূধর্ব-১৯ দল। তৃতীয় উইকেটে ৮৬ রানের দুর্দান্ত অবিচ্ছিন্ন একটা জুটি গড়েন স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার। স্বর্ণা মাত্র ২৮ বলে ৩টি চার ২টি ছয়ে ঠিক ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। চারে নামা দিলারা ২৭ বলে ৩টি চার ১টি ছয়ে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।

শ্রীলংকার হয়ে ১টি উইকেট নেন রাশমি নেথরাঞ্জলি।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর